Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের এমন মৃত্যুতে ট্রমাটাইজড হয়ে হাসপাতালে পরীমনি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ জুলাই ২০২৫ ১৬:১০

উত্তরার মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় নিহত শিশুগুলোর ছবি যেন কেবল ঘটনার সাক্ষী নয়, বরং প্রতিটি মা-বাবার হৃদয়ে রক্তক্ষরণের চিহ্ন।

এই বেদনাই অসুস্থ করে তুলেছে চিত্রনায়িকা পরীমণিকে। আগুনের ট্রমা নিয়ে বেড়ে ওঠা এই অভিনেত্রী ছোটবেলার ভয়াবহ স্মৃতি আর উত্তরার বাস্তব দৃশ্যের সম্মিলনে রাতের বেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন। প্যানিক অ্যাটাক, বুকে ধরফর, শ্বাসরুদ্ধ মুহূর্ত—এই ভয় কি কেবল তার একার?

এই বক্তব্য কোনো সেলিব্রেটি পরিচয়ের গ্ল্যামার নয়, বরং এক মা’র মানবিক চিৎকার ...

এই বক্তব্য কোনো সেলিব্রেটি পরিচয়ের গ্ল্যামার নয়, বরং এক মা’র মানবিক চিৎকার …

এই একটি বাক্যেই যেন গেঁথে আছে অজস্র শোকবিহ্বল মায়ের কান্না। পরীমণি নিজেই এখন একজন মা, দুটি সন্তানের জননী। তাই এই ভয় কেবল দর্শকসুলভ নয়, বরং মায়ের হৃদয়ের অন্তঃস্থ আতঙ্ক। শিশুর পোড়া শরীরের ছবি আর সেই বেদনার গন্ধ কি এক জননী ভুলতে পারেন?

বিজ্ঞাপন

পরীর ভাষায়: ‘আমার আগুনের একটা ট্রমা আছে ছোটবেলা থেকে। সেটা যে এখনও এত ভয়ংকরভাবে আছে, তা বুঝতে পারি নাই। গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি/ভিডিও দেখে আমার খুব খারাপভাবে প্যানিক অ্যাটাক হয়!’

এই বক্তব্য কোনো সেলিব্রেটি পরিচয়ের গ্ল্যামার নয়, বরং এক মা’র মানবিক চিৎকার।

সারাবাংলা/এফএন/এএসজি

উত্তরার মাইলস্টোন স্কুলের ক্যাম্পাসে বিমান দুর্ঘটনা পরীমনি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর