Tuesday 22 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমান দুর্ঘটনায় তারকাদের শোক আর মানবিকতার ডাক

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২২ জুলাই ২০২৫ ১৬:৩৩

২১ জুলাই ২০২৫, দুপুর গড়িয়ে বিকেলে পরিণত হওয়ার আগেই ঢাকার আকাশে দেখা গেল ভয়ংকর এক দৃশ্য। দিয়াবাড়ির মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়— একটি প্রশিক্ষণ মিশনে থাকা বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই জেট। মুহূর্তেই ভেঙে পড়ে ভবনের ছাদ, আগুন ছড়িয়ে পড়ে শিশুদের ক্লাসে। স্কুল ছুটির মুহূর্তে ঘটে যাওয়া এই বিপর্যয়ে অগ্নিদগ্ধ হয়ে ঝরে পড়ে অজস্র কচি প্রাণ। আহত হন শিক্ষার্থী, শিক্ষকসহ অসংখ্য মানুষ।

এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে স্তব্ধ পুরো দেশ। কেবল সংবাদমাধ্যম আর সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, শোক ও প্রতিবাদের ঢেউ উঠেছে শোবিজ অঙ্গনেও। তারকারা যেমন এই ঘটনার প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, তেমনি আহতদের পাশে দাঁড়াতে করেছেন মানবিক আহ্বান।

বিজ্ঞাপন

‘এই সন্তানরা আমাদেরই সন্তান’— অপু বিশ্বাস

দুর্ঘটনার পরপরই চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজের ফেসবুকে লেখেন, ‘আজ স্কুল ছুটির ঠিক মুহূর্তে দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের উপর বিমান বিধ্বস্ত হয়েছে।… এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো।’

তিনি একসাথে রক্তদানের জন্য জরুরি হাসপাতালগুলোর তালিকাও দেন, যেন মানুষ দ্রুত সহযোগিতা করতে পারেন।

শিশুদের জন্য প্রার্থনায় বুবলি

চিত্রনায়িকা শবনম বুবলি লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা-বাবাকে ধৈর্য দান করুন।’

অভিনেতা আরিফিন শুভ

‘আল্লাহ, আমাদের এমন অশ্রুভেজা দিন সহ্য করার তৌফিক দান করুন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রতিটি মানুষের জন্য প্রার্থনা।’

নায়িকা মাহিয়া মাহি

নিজের ছেলের কথা স্মরণ করে বলেন, ‘সব বাচ্চাগুলোর মধ্যে আমি আমার ফারিশকে দেখতে পাচ্ছি… আল্লাহ তুমি ওদের কষ্ট দিও না, প্লিজ।’

বিদ্যা সিনহা মিম

ইংরেজিতে পোস্ট করলেও তার বার্তায় স্পষ্ট ছিল মমত্ববোধ ও শ্রদ্ধা:
‘Heartbroken by today’s crash at Milestone School. Deeply praying for quick healing for the injured… Let’s support each other.’

‘দয়া করে দগ্ধ শিশুদের ছবি পোস্ট করবেন না’: রওনক হাসান

অভিনেতা রওনক হাসান সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন যেন এই দুঃখজনক ঘটনায় দগ্ধ শিশুদের ছবি, ভিডিও পোস্ট করে আরেক দফা তাদের অসহায়তাকে প্রদর্শনীতে পরিণত না করা হয়।

‘লিংক, কমেন্ট দেখে বুক কেঁপে উঠছে! অনুগ্রহ করে দগ্ধ শিশুদের ছবি, ভিডিও পোস্ট করবেন না।’

‘শুধু শোক নয়, কাজ করতে হবে’— উদ্ধার কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে অভিনেতা বাপ্পী চৌধুরী লিখেছেন, ‘কেউ দুর্ঘটনাস্থলে ভিড় করে উদ্ধারকাজ বাধাগ্রস্ত করবেন না প্লিজ। ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, অ্যাম্বুলেন্স সার্ভিসকে কাজ করতে সহায়তা করুন।’

তিনি রক্তদানের অনুরোধও জানান।

এই শোকের দিনে একটি পোস্ট, একটি শোকবাক্য বা একটা দান করা রক্তের ব্যাগই কাউকে বাঁচিয়ে দিতে পারে। আর তাই তারকারা শুধু কাঁদেননি—তারা পথে নেমেছেন, আহ্বান জানাচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন।

বাংলাদেশের শিল্পকলা একাডেমি এই ঘটনার পর ড্রোন শো স্থগিত করেছে। অভিনয়শিল্পী সংঘও শোকবার্তা দিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে জরুরি হয়ে উঠেছে সংবেদনশীলতা, সহমর্মিতা ও কর্মচঞ্চলতা।

সারাবাংলা/এফএন/এএসজি

বিমান দুর্ঘটনায় তারকাদের শোক