কলকাতায় সদ্য মুক্তি পাওয়া অনিরুদ্ধ রায় চৌধুরীর ছবি ‘ডিয়ার মা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বিভিন্ন প্রচার-অনুষ্ঠানে অংশ নিতে তাকে শহরের একাধিক জায়গায় দেখা যাচ্ছে। তবে জয়ার এই উপস্থিতি ভালোভাবে নেননি ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা।
বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য একটি অনুষ্ঠানে জয়া আহসানকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং বাংলাদেশ প্রসঙ্গে কটাক্ষ করেন। তার বক্তব্যের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শমীকের অভিযোগ, “বাংলাদেশের এই অভিনেত্রী অনেকদিন ধরেই কলকাতায় আছেন। তবে তিনি কি একবারও বলেছেন, তাদের দেশে যা হচ্ছে, তা অন্যায়?”
এই বক্তব্যে তিনি বাংলাদেশের সংখ্যালঘুদের প্রসঙ্গ টেনে আনেন এবং দাবি করেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, অথচ জয়া আহসানের মতো একজন সাংস্কৃতিক প্রতিনিধি এই বিষয়ে নীরব রয়েছেন।”
তিনি বলেন, “জয়া আহসান বলে একজন অভিনেত্রী আছেন, বড় মাপের শিল্পী। কলকাতার মঞ্চে আলো ছড়াচ্ছেন। কিন্তু একবারও কি বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে অন্যায় হচ্ছে?”
শমীক ভট্টাচার্যের এই বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন, একজন শিল্পীর দায়িত্ব রাজনীতি নয়, আবার কেউ বলছেন, আন্তর্জাতিক পরিসরে জনপ্রিয় মুখদের মানবাধিকার বিষয়ে অবস্থান নেওয়া উচিত।
জয়া আহসান এই মন্তব্যের জবাবে এখনও প্রকাশ্যে কিছু বলেননি। বরং তিনি ‘ডিয়ার মা’ ছবির প্রচারণা নিয়েই ব্যস্ত রয়েছেন। এই ছবির মাধ্যমে দীর্ঘ ১০ বছর পর পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী বাংলা চলচ্চিত্রে ফিরেছেন। কলকাতায় এর প্রদর্শনীতে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
জয়া বর্তমানে একাধারে ভারত ও বাংলাদেশের চলচ্চিত্রে কাজ করছেন। তার অভিনীত দুটি সিনেমা একসাথে মুক্তি পাচ্ছে কলকাতায়। ফলে সেখানকার সংবাদমাধ্যম এবং দর্শকদের আগ্রহে রয়েছেন তিনি।
জয়া আহসান এর আগেও ভারতীয় রাজনীতির টানাপোড়েনে পড়েছেন। কিছুদিন আগেই কংগ্রেস নেত্রীও প্রশ্ন তুলেছিলেন ভারতীয় ছবিতে তার নিয়মিত উপস্থিতি নিয়ে। তবে বরাবরই জয়া এসব বিতর্কে সরাসরি জড়াননি।