ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন রেকর্ড! ৪০০০ কোটি রুপির বাজেট—হ্যাঁ, ঠিকই শুনছেন! এমন বাজেটের সিনেমা এর আগে কখনো দেখেনি বলিউড।আর এই সিনেমার মুখ্য চরিত্রে থাকছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। এই মেগা প্রজেক্টটি তৈরি হচ্ছে নিতিন দেশাই বা নমিত মালহোত্রার মতো বড় প্রোডিউসারদের তত্ত্বাবধানে।
শোনা যাচ্ছে, এটি হতে চলেছে একটি মাইথোলজিক্যাল ইউনিভার্স ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি—মহাভারত অবলম্বনে নির্মিতব্য এই ছবির নাম রামায়ণ।
ছবির বাজেট প্রায় ৪ হাজারব কোটি রুপি — ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ। সিনেমাটিতে রণবীর কাপুর হতে পারেন ভগবান রামের ভূমিকায়।
যদিও পরিচালকের নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি তবে , গুনজন ভেসে আসছে নিতেশ তিওয়ারির নাম। সহ-অভিনেত্রী হিসেবে সীতা’র চরিত্রে থাকতে পারেন সাই পল্লবী, আর রাবণ হতে পারেন ইয়াশ।
এই প্রজেক্ট শুধু একটি সিনেমা নয়, বরং তিন পর্বে নির্মিত একটি মহাকাব্যিক ফ্র্যাঞ্চাইজি হবে বলেই মনে করা হচ্ছে।এর মাধ্যমে ভারতীয় সিনেমা আন্তর্জাতিক স্তরে নতুন উচ্চতায় পৌঁছাবে।