Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৃত্যুভয়— খোলা বারান্দায় আর দাঁড়াবেন না সালমান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ জুলাই ২০২৫ ১৯:১৭

বলিউডের ‘ভাইজান’ খ্যাত সুপারস্টার সালমান খানকে আর দেখা যাবে না তার বিখ্যাত বান্দ্রার ফ্ল্যাটের খোলা বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে। একসময় যেখান থেকে হাজারো অনুরাগীকে অভিবাদন জানানো হতো, সেখানে এখন বসছে ভারী নিরাপত্তা কাচ। সালমানের এই সিদ্ধান্ত বলছে অনেক কিছু— তার জীবনের বর্তমান বাস্তবতা, আশঙ্কা আর নিরাপত্তাহীনতার গল্প।

গত এক বছর ধরেই লরেন্স বিশ্নোই গ্যাংয়ের একের পর এক হুমকিতে কাঁপছেন সালমান খান। কখনো সরাসরি মৃত্যুর হুমকি, কখনো বাসার সামনে গুলিবর্ষণ—সব মিলিয়ে এক অনিরাপদ পরিবেশ ঘিরে ধরেছে তাকে। মুম্বাই পুলিশের পক্ষ থেকেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। অভিনেতার বাসায় এখন ৪০ সদস্যের একটি বিশেষ নিরাপত্তা দল নিযুক্ত। তার গাড়িও বুলেটপ্রুফ।

বিজ্ঞাপন

এত নিরাপত্তা থাকা সত্ত্বেও মানসিক শান্তি পাচ্ছেন না এই সুপারস্টার। আতঙ্ক তার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। তাই এবার আর এক ধাপ এগিয়ে নিজের বাসার সেই ঐতিহাসিক বারান্দাটিকেই ঢেকে ফেলছেন ভারী নিরাপত্তা কাচ দিয়ে।

গত এক বছর ধরেই লরেন্স বিশ্নোই গ্যাংয়ের একের পর এক হুমকিতে কাঁপছেন সালমান খান

গত এক বছর ধরেই লরেন্স বিশ্নোই গ্যাংয়ের একের পর এক হুমকিতে কাঁপছেন সালমান খান

প্রতিটি উৎসব বা বিশেষ দিনে, সালমান খানের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে হাত নেড়ে হাসিমুখে শুভেচ্ছা জানানোর দৃশ্য বলিউডপ্রেমীদের খুব চেনা। বারান্দার রেলিং ধরে দাঁড়ানো সালমান, নিচে হাজারো কণ্ঠের ‘ভাইজান! ভাইজান!’ ধ্বনি—এ যেন এক আবেগের মহাকাব্য।

কিন্তু সময় বদলেছে, নিরাপত্তা এখন তার ‘প্রথম প্রেম’। বারান্দাটিকে তাই ঢেকে দেওয়া হচ্ছে বুলেটপ্রুফ কাচে। সে কাচ হয়তো রক্ষা করবে তার প্রাণ, কিন্তু ছিনিয়ে নিচ্ছে সেই উন্মুক্ত মুহূর্তগুলো, যেখানে তার ভক্ত আর তার মাঝে কোনো দেয়াল ছিল না।

তবে শুধু হুমকি নয়, বারান্দায় কাচ লাগানোর নেপথ্যে রয়েছে আরেকটি কারণ—অনুরাগীদের অতিরিক্ত আগ্রাসী ভালোবাসা। সালমান নিজেই জানিয়েছেন, তাদের ফ্ল্যাটের উচ্চতা কম হওয়ায় অনেক সময় ভক্তরা বাইরে থেকে পাইপ বেয়ে উঠে বারান্দায় চলে আসেন। এমনকি কখনো কখনো দেখা গেছে, বারান্দায় কেউ ঘুমিয়ে আছে! এসবের কারণেই বাধ্য হয়ে কাচ বসানো হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/এফএন/এএসজি

মৃত্যুভয় সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর