Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হলুদ স্কার্ট ও মেকআপ সমালোচনায় পাকিস্তানি গায়ক আলি শেঠি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ আগস্ট ২০২৫ ২০:০৬

বিশ্বজুড়ে জনপ্রিয় ‘পাসুরি’ খ্যাত পাকিস্তানি গায়ক আলি শেঠি আবারও আলোচনায়—তবে এবার কোনো সুর বা গান দিয়ে নয়, বরং তার একটি ফ্যাশন চয়েস ঘিরে। সম্প্রতি নিজের নতুন মিউজিক ভিডিও ‘Bride Groom’ প্রকাশ করে তিনি যখন ইনস্টাগ্রামে উজ্জ্বল হলুদ স্কার্ট, মেকআপ ও নানা নারীনির্ভর অলংকারে হাজির হন, সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় ওঠে।

একদিকে যখন অনেকে প্রশংসা করছেন এই সাহসী ও ভিন্নধর্মী শিল্পীসত্ত্বাকে, অন্যদিকে কট্টরপন্থী দর্শকরা ছুড়ছেন কটুক্তি। কেউ বলছেন, ‘পুরুষ হয়ে স্কার্ট কেন?’, কেউ আবার জিজ্ঞেস করছেন, ‘এই লোক আসলে কী প্রমাণ করতে চায়?’

ভিডিওতে আলি শেঠির উপস্থিতি এক নববধূর অন্তর্দ্বন্দ্ব, আবেগ আর সামাজিক চোখরাঙানির প্রতীক হয়ে উঠে এসেছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি (আলি শেঠি) বিয়ের আগে নিজের বান্ধবীদের সঙ্গে অনুভূতির মুহূর্ত ভাগ করে নিচ্ছেন—যা সাধারণত একজন কনের জীবনেই ঘটে থাকে। এই দৃশ্য চেনা সমাজের বাইরে, কিন্তু শিল্পীর দৃষ্টিতে অত্যন্ত মানসিক ও আবেগপ্রবণ।

বিজ্ঞাপন

এখানেই মূলত বিভক্ত হয়েছে জনমত। একপক্ষ এই দৃশ্যকে লিঙ্গ-পরিচয়ের গণ্ডি ভেঙে দেয়ার প্রচেষ্টা হিসেবে দেখছে, অন্যপক্ষ এটিকে ‘সংস্কৃতির অপব্যাখ্যা’ বলে ব্যাখ্যা দিচ্ছে।

এই ফ্যাশন স্টেটমেন্ট ঘিরে আলি শেঠির যৌনতা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। পুরনো কিছু গুজব আর সংশয় আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। কেউ কেউ বলছেন, তিনি ‘গোপন এজেন্ডা’ নিয়ে এসেছেন; অনেকে বলছেন, তিনি ‘সোশ্যাল মিডিয়ার জন্য বিতর্ক তৈরি করছেন।’

তবে এই সমালোচনার বেশিরভাগই গানের থিম বা ভিডিওর ভাবনার সঙ্গে সম্পর্কহীন। বরং এতে স্পষ্ট হয়ে উঠছে—একজন শিল্পী নিজেকে প্রকাশ করার চেষ্টা করলেই সমাজ কতটা দ্রুত তাকে বক্সে ঢুকিয়ে ফেলার চেষ্টা করে।

আলি শেঠির আগের গান ‘পাসুরি’ আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে, যেখানে সংস্কৃতি, প্রেম এবং নিষেধ—সব একাকার হয়ে গিয়েছিল। এবার ‘Bride Groom’-এ তিনি একধাপ এগিয়ে গেছেন, যেখানে শুধুই গান নয়, নিজেকে ভিন্নভাবে প্রকাশ করাকেও গুরুত্ব দিয়েছেন। এটি যেন কণ্ঠের পাশাপাশি ভিজ্যুয়াল আর্টের একটি স্টেটমেন্ট।

আলি শেঠির হলুদ স্কার্ট পরা নিয়ে শুরু হওয়া এই বিতর্ক আসলে আমাদের এক অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করায়—পুরুষের জন্য কি নির্ধারিত পোশাকের বাইরে ভাবা নিষিদ্ধ? কেবল নারীরাই কি রঙিন সাজে, আবেগে, অনুভবের প্রকাশে সাহসী হতে পারে?

উত্তরটা হয়তো সহজ নয়। তবে শিল্পীরা যখন প্রশ্ন তোলেন, সমাজ কখনও তাদের বাহবা দেয়, আবার কখনও বুলিং করে। তবুও এই প্রশ্ন তোলা থেমে থাকে না—এবং এটাই শিল্পের শক্তি।

আলি শেঠির হলুদ স্কার্ট হয়তো অনেকের চোখে ‘বিতর্কিত’। তবে এটি নিছক পোশাক নয়— এটি একটি স্টেটমেন্ট, যা প্রশ্ন তোলে, চর্চা তৈরি করে এবং সাহস জোগায়।

সারাবাংলা/এফএন/এএসজি

পাকিস্তানি গায়ক আলি শেঠি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর