Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমে ব্যস্ত জয়া আহসান! কিন্তু বিয়ে? এখনই না

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ আগস্ট ২০২৫ ১৯:৩৯

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চুপচাপ ছিলেন টলিউড-ঢালিউডের সবার প্রিয় অভিনেত্রী জয়া আহসান। কিন্তু হঠাৎই ভাঙলেন সেই নীরবতা!

সম্প্রতি ভারতের গণমাধ্যম ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করলেন, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন, বহু বছর ধরে আমরা একসাথে আছি!’

শুধু তাই নয়, সেই বিশেষ মানুষটি কিন্তু মিডিয়া দুনিয়ার কেউ নন। জয়া বলেন, ‘পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটাই সবচেয়ে জরুরি। আমি যতই শুটিং ও ভ্রমণে ব্যস্ত থাকি, তবুও তিনি কখনো অভিযোগ করেন না। বরং সবসময় আমাকে সমর্থন দেন—এটা সত্যিই বিরল!’

তবে বিয়ের প্রসঙ্গে এসে অভিনেত্রী বেশ স্পষ্ট— ‘বিয়ে নিয়ে এখনই কোনো ইচ্ছা বা পরিকল্পনা নেই’। আগের অভিজ্ঞতার কারণে হয়তো কিছুটা ভয়ও আছে তার। জয়া জানান, তারা দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে ভালোবাসেন। শান্ত স্বভাব, পরস্পরের প্রতি শ্রদ্ধা, আর ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়াই নাকি তাদের সম্পর্কের আসল শক্তি।

বিজ্ঞাপন

এদিকে, জয়া এখন ব্যস্ত কলকাতায়— পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তার দুটি নতুন ছবি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। প্রচারণা আর প্রেম—দুটো সামলাচ্ছেন সমান দক্ষতায়!

কিন্তু প্রশ্ন হলো, জয়া কবে বিয়ের পিড়িতে বসবেন? নাকি প্রেমের এই রঙিন গল্প চলতেই থাকবে?

সারাবাংলা/এসজে/এএসজি

জয়া আহসান