Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপু না বুবলী, জনপ্রিয়তার লড়াইয়ে শীর্ষে কে?

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ আগস্ট ২০২৫ ১৮:৩৭

নায়কদের তুলনায় ঢালিউডের নায়িকারা সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে অনেক বেশি সরব। নিজেদের অভিনয়জীবনের খবর থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্ত, লড়াই বা ভালোবাসা, ভ্রমণ কিংবা শখের ছবিও তারা সহজেই শেয়ার করেন ভক্তদের সঙ্গে। কেউ পেশাদার ফেসবুক পেজ ব্যবহার করেন, আবার কেউ ব্যক্তিগত আইডিকেই যোগাযোগের মাধ্যম বানিয়েছেন। এতে ভক্তরা প্রিয় তারকাদের জীবনের অনেক কিছু সরাসরি জানতে পারেন। চলুন দেখে নেওয়া যাক, দেশের শীর্ষ ১০ চিত্রনায়িকার ফেসবুক অনুসারীর সংখ্যা কার কত…

বর্তমান সময়ে কাজের বাইরেও আলোচনায় থাকেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস

বর্তমান সময়ে কাজের বাইরেও আলোচনায় থাকেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস

অপু বিশ্বাস

বিজ্ঞাপন

বর্তমান সময়ে কাজের বাইরেও আলোচনায় থাকেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। ‘কাল সকালে’ দিয়ে বড় পর্দায় অভিষেক, এরপর ‘কোটি টাকার কাবিন’ তাকে জনপ্রিয়তার শীর্ষে তোলে। প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে শাকিব খানের বিপরীতে ৮০টির মতো ছবিতে অভিনয় করেছেন। নতুন কোনো ছবির কাজে আপাতত যুক্ত না থাকলেও বিজ্ঞাপন ও প্রচারণায় ব্যস্ত তিনি। ফেসবুকে পেশাগত ও ব্যক্তিগত খবর নিয়মিত জানান, অনুসারী ৯২ লাখের বেশি।

শবনম ইয়াসমিন বুবলী: এই অভিনেত্রী বর্তমানে ব্যাক্তিজীবন ও কাজ দুটোতেই বেশ আলোচনায় থাকেন

শবনম ইয়াসমিন বুবলী: এই অভিনেত্রী বর্তমানে ব্যাক্তিজীবন ও কাজ দুটোতেই বেশ আলোচনায় থাকেন

শবনম ইয়াসমিন বুবলী

অপু আর বুবলীর দ্বন্ধ কারোরই অজানা নয়। তবে এই অভিনেত্রী বর্তমানে ব্যাক্তিজীবন ও কাজ দুটোতেই বেশ আলোচনায় থাকেন। কখনো ছবির প্রচারণায় আবার কখনো বা শাকিব খানকে নিয়ে। চলচ্চিত্রে আসার আগে বুবলী পেশায় একজন কেবিন ক্রু ও সংবাদপাঠক ছিলেন। ‘বসগিরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। আট বছরের ক্যারিয়ারে দুই ডজনের মতো ছবিতে অভিনয় করেছেন, যার বেশিরভাগই শাকিব খানের সঙ্গে। সাম্প্রতিক সময়ে ‘জংলি’ মুক্তি পেয়েছে, হাতে আছে ‘পিনিক’সহ আরও কিছু প্রজেক্ট। ব্যক্তিজীবন ও পেশাগত খবর ফেসবুকে শেয়ার করায় তিনি প্রায়ই আলোচনায় থাকেন। বর্তমানে তার অনুসারী সংখ্যা ৫১ লাখের বেশি।

১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে ‘এ জীবন তোমার আমার’ দিয়ে চলচ্চিত্রে আসেন পূর্ণিমা

১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে ‘এ জীবন তোমার আমার’ দিয়ে চলচ্চিত্রে আসেন পূর্ণিমা

দিলারা হানিফ রিতা (পূর্ণিমা)

১৯৯৭ সালে মাত্র ১৬ বছর বয়সে ‘এ জীবন তোমার আমার’ দিয়ে চলচ্চিত্রে আসেন পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি ও টেলিভিশন নাটক উপহার দিয়েছেন। বর্তমানে সিনেমার চেয়ে উপস্থাপনায় বেশি মনোযোগী হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিত। তার ফেসবুক অনুসারী প্রায় ৯৮ লাখ।

ফেসবুকে কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত পছন্দের মুহূর্তও শেয়ার করেন জয়া আহসান

ফেসবুকে কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত পছন্দের মুহূর্তও শেয়ার করেন জয়া আহসান

জয়া আহসান

টেলিভিশন নাটক থেকে চলচ্চিত্র, তারপর সীমান্ত পেরিয়ে কলকাতা ও হিন্দি ছবিতেও কাজ করেছেন জয়া আহসান। ‘আবর্ত’ দিয়ে পশ্চিমবঙ্গের সিনেমায় যাত্রা শুরু করে তিনি বেশ কয়েকটি সমালোচক প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন। ফেসবুকে কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত পছন্দের মুহূর্তও শেয়ার করেন। তার অনুসারীর সংখ্যা এখন ৫৭ লাখের বেশি।

নাটক দিয়ে যাত্রা শুরু করা পরীমনি প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই ৩০টির বেশি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন

নাটক দিয়ে যাত্রা শুরু করা পরীমনি প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই ৩০টির বেশি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন

শামসুন্নাহার স্মৃতি (পরীমনি)

নাটক দিয়ে যাত্রা শুরু করা পরীমনি প্রথম চলচ্চিত্র মুক্তির আগেই ৩০টির বেশি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন। যদিও ১০ বছরে মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা ৩০টির কম, তবুও ‘স্বপ্নজাল’ তাকে প্রশংসা এনে দেয়। ব্যক্তিজীবনের নানা ঘটনা ও অকপট পোস্টের জন্য তিনি প্রায়ই সংবাদের শিরোনাম হন। ফেসবুক অনুসারীতে তিনি ঢালিউডের সবার শীর্ষে সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি।

২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন মিম

২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন মিম

বিদ্যা সিনহা মিম

২০০৭ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ দিয়ে বড় পর্দায় আসেন। ‘পরাণ’, ‘দামাল’, ‘সাপলুডু’সহ সাম্প্রতিক সময়ে তিনি অভিনয়নির্ভর চরিত্রে বেশি মনোযোগ দিচ্ছেন। নিয়মিত কাজের খবর, পারিবারিক মুহূর্ত ও ভ্রমণের ছবি শেয়ার করেন ফেসবুকে। তার অনুসারীর সংখ্যা ৬৫ লাখের বেশি।

গানের ভিডিও, উপস্থাপনা ও মডেলিং সবকিছুতেই হাত পাকিয়ে নুসরাত ফারিয়া চলচ্চিত্রে আসেন ‘আশিকী’ ছবির মাধ্যমে

গানের ভিডিও, উপস্থাপনা ও মডেলিং সবকিছুতেই হাত পাকিয়ে নুসরাত ফারিয়া চলচ্চিত্রে আসেন ‘আশিকী’ ছবির মাধ্যমে

নুসরাত ফারিয়া

গানের ভিডিও, উপস্থাপনা ও মডেলিং সবকিছুতেই হাত পাকিয়ে নুসরাত ফারিয়া চলচ্চিত্রে আসেন ‘আশিকী’ ছবির মাধ্যমে। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় ছিল তার বড় সাফল্যগুলোর একটি। গান গাওয়ার ক্ষেত্রেও আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। বর্তমানে তার ফেসবুক পেজে ৭১ লাখের বেশি অনুসারী।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা পূজা চেরী মাত্র সাত বছরে ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা পূজা চেরী মাত্র সাত বছরে ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন

পূজা চেরী

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা পূজা চেরী মাত্র সাত বছরে ডজনখানেক ছবিতে অভিনয় করেছেন। ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘গলুই’ ও ‘শান’ তার উল্লেখযোগ্য কাজ। শাকিব খানের বিপরীতে ‘গলুই’ তাকে বিশেষভাবে আলোচনায় আনে। নিয়মিত ফেসবুকে নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন তিনি। তার পেজের অনুসারী সংখ্যা ৩৬ লাখের বেশি।

চলচ্চিত্র ও ওটিটি উভয় মাধ্যমে সমানতালে কাজ করে যাচ্ছেন তমা মির্জা

চলচ্চিত্র ও ওটিটি উভয় মাধ্যমে সমানতালে কাজ করে যাচ্ছেন তমা মির্জা

তমা মির্জা

চলচ্চিত্র ও ওটিটি উভয় মাধ্যমে সমানতালে কাজ করে যাচ্ছেন তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে, এছাড়া অঞ্জন দত্তের ‘দুই বন্ধু’ সিরিজ এবং চরকির ‘আমলনামা’ও তাকে আলোচনায় এনেছে। প্রায় দেড় দশকের ক্যারিয়ারে ২০টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। একসময় ফেসবুক পেজে তার ২৫ লাখ অনুসারী ছিল, তবে পেজ বন্ধ করার পর এখন ব্যক্তিগত আইডিতেই ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখছেন যার অনুসারী সাড়ে তিন লাখেরও বেশি।

ইয়ামিন হক ববি দীর্ঘদিন ধরে বড় পর্দায় তেমন নিয়মিত নন, তবে ফেসবুকে রয়েছেন সক্রিয়

ইয়ামিন হক ববি দীর্ঘদিন ধরে বড় পর্দায় তেমন নিয়মিত নন, তবে ফেসবুকে রয়েছেন সক্রিয়

ইয়ামিন হক ববি

ইয়ামিন হক ববি দীর্ঘদিন ধরে বড় পর্দায় তেমন নিয়মিত নন, তবে ফেসবুকে রয়েছেন সক্রিয়। ‘ময়ূরাক্ষী’, ‘দিওয়ানা’, ‘তছনছ’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও আপডেট দেন। অভিনয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও ভক্তদের মাঝে তিনি আলোচিত। তার অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ২৬ লাখ ছাড়িয়েছে।

সারাবাংলা/জেএস/এএসজি

অপু বিশ্বাস ইয়ামিন হক ববি জয়া আহসান তমা মির্জা নুসরাত ফারিয়া পরীমনি পূজা চেরী পূর্ণিমা ফেসবুক বিদ্যা সিনহা মিম বুবলী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর