Wednesday 20 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপদেষ্টা ফারুকী আপাতত আশঙ্কামুক্ত: তিশা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৫ ১০:১৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৫ ১৪:০৯

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: কক্সবাজার সফরের সময়ে অসুস্থ হয়ে ঢাকায় ফিরেছেন সাংস্কৃতিক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি আপাতত আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা।

শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। সেখানে তিনি লেখেন, ‘মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে অংশগ্রহণের সময় অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকায় আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত কাজের চাপের কারণেই তিনি অসুস্থ হয়েছিলেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে চার দিনের সফরে কক্সবাজার পৌঁছান ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাতে হঠাৎ অসুস্থতা দেখা দিলে সফর সংক্ষিপ্ত করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকায় নেওয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব জানান, ফারুকীর উপস্থিতিতে সংস্কৃতি হাব এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন সংক্রান্ত কয়েকটি কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে উপদেষ্টা অসুস্থ হয়ে পড়ায় অবশিষ্ট সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

কক্সবাজারে অবস্থানকালে স্থানীয় চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয় বলে জেলা প্রশাসন জানিয়েছে।

সবাইকে ফারুকীর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

সারাবাংলা/এফএন/এমপি

আশঙ্কামুক্ত নুসরাত ইমরোজ তিশা সাংস্কৃতিক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর