বলিউডে এখন নতুন আলোচনা— ‘বাপকা বেটা!’ হ্যাঁ, শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান হাজির হয়েছেন নিজের প্রথম ওয়েব সিরিজ নিয়ে। আর এন্ট্রিটা? একেবারে বাবার সেই চিরচেনা বাদশা স্টাইলে!
সদ্যই প্রকাশ্যে এসেছে ‘Bads of Bollywood’ সিরিজের ফার্স্ট লুক আর টিজার। আরিয়ানের এই উপস্থিতি দেখে কেউ বলছেন— ‘ছোট বাদশা’ আবার কেউ বলছেন— ‘বাপকা পারফেক্ট বেটা’!
কিন্তু চমক এখানেই শেষ নয়— অভিনয়ের পাশাপাশি সিরিজটির চিত্রনাট্য আর পরিচালনাও করেছেন আরিয়ান নিজে।
টিজারের শুরুতেই বাজে মহব্বতে সিনেমার সেই অমর ভায়োলিন টিউন আর ডায়ালগ— ‘এক লাড়কি থি দিওয়ানি সি…’ দর্শক এক নিমিষেই ফিরে যায় সেই নস্টালজিয়ায়।
প্রথমে রোম্যান্সের ছোঁয়া, আরিয়ান এন্ট্রি নিতেই কাহিনি ঘুরে যায় অ্যাকশন-ড্রামার দিকে। সেখানেই শোনা যায় তার পাওয়ারফুল ডায়ালগ— এই ডায়ালগ শুনেই স্পষ্ট—
আরিয়ানের এই প্রথম ওয়েব সিরিজ আসলে বাবাকে, বলিউডের বাদশা শাহরুখ খানকেই, ডেডিকেট করা।
গৌরী খান প্রযোজিত, আরিয়ান পরিচালিত আর অভিনীত ‘Bads of Bollywood’ এ বছরের শেষেই নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে। যদিও মুক্তির সঠিক দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি, তবুও ভক্তরা এরই মধ্যে উন্মাদনায় ভাসছেন।
বলিউডে কি তবে শুরু হলো নতুন বাদশার যুগ? দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে উত্তরটা জানার জন্য।