বাংলাদেশের চলচ্চিত্র জগত মানেই যেন এক অবিচ্ছেদ্য নাম শাকিব খান। ঢালিউডের এই সুপারস্টার এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ছবির মাধ্যমে। ইতোমধ্যেই ছবির পোস্টার প্রকাশিত হয়েছে, যা ঘিরে দর্শকের কৌতূহল আরও বেড়েছে।
সিনেমার গল্পে উঠে আসবে নব্বই দশকের ঢাকার ‘আন্ডারওয়ার্ল্ড’। সেই সময়কার অপরাধ জগত, প্রেম, অ্যাকশন আর আবেগের মিশেল থাকছে ছবিতে। নির্মাতা আবু হায়াত মাহমুদ জানিয়েছেন, দর্শকনন্দিত ও মানসম্মত একটি কাজ উপহার দেওয়ার জন্য দেশ ও দেশের বাইরে একাধিক টিম একসঙ্গে কাজ করছে।
সবচেয়ে বড় কৌতূহল— শাকিব খানের বিপরীতে থাকছেন তিন নায়িকা! তবে এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি। কে সেই সৌভাগ্যবান তিনজন, তা জানতে অপেক্ষায় আছেন ভক্তরা।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। প্রযোজনায় রয়েছেন শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড। আগামী নভেম্বর থেকে শুরু হবে শুটিং, আর মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।
ঢালিউডের ইতিহাসে শাকিব খানের সিনেমা মানেই আলাদা এক উন্মাদনা। এবার তিন নায়িকার রসায়ন, ঢাকার পুরনো দিনের গল্প আর শাকিবের ক্যারিশমা— সব মিলিয়ে ‘প্রিন্স’ হয়ে উঠতে পারে আগামী বছরের সবচেয়ে আলোচিত সিনেমা।