টালিউড মানেই চমক আর রঙিন বিনোদন। সেই ধারাবাহিকতায় এবার আলোচনার কেন্দ্রে জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান। সদ্য প্রকাশিত ‘রক্তবীজ-২’ সিনেমার আইটেম গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’– এ একেবারে ভিন্ন রূপে হাজির হয়েছেন তিনি। গানটি মুক্তির পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি করেছে দারুণ উত্তেজনা।
গানটির গীতিকার জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার আর কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। নাচে-গানে ঝলমলে নুসরাতের উপস্থিতি যেমন মাতিয়েছে ভক্তদের, তেমনি মাঝপথে অ্যাকশন লুকে নেমে এসে চমকে দিয়েছেন আরেক তারকা মিমি চক্রবর্তী। ফলে গানটি যেন দ্বিগুণ রঙিন হয়ে উঠেছে।
আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ-২’। শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের পরিচালনায় নির্মিত এই সিনেমার প্রেক্ষাপট ভারত-বাংলাদেশকে ঘিরে সাজানো হয়েছে। ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তীসহ মূল চরিত্রে থাকলেও নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি ও সীমা বিশ্বাসের মতো তারকারা।
নুসরাতের এই আইটেম গান নিছক গ্ল্যামার নয়, বরং টালিউডের আইটেম নাম্বারের প্রচলিত ধারা থেকে খানিকটা ভিন্ন। দর্শকরা বলছেন, তার নাচ, অভিব্যক্তি আর স্ক্রিন প্রেজেন্স গানে আলাদা মাত্রা যোগ করেছে। অনেকে মন্তব্য করেছেন, ‘এটাই নুসরাতের ক্যারিয়ারের সেরা আইটেম গান।’
সব মিলিয়ে বলা যায়, ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’–এর মাধ্যমে নুসরাত শুধু বাজিমাতই করেননি, বরং সিনেমা মুক্তির আগেই ‘রক্তবীজ-২’ নিয়ে ভক্তদের আগ্রহকে এক ধাপ বাড়িয়ে দিলেন।