বাংলাদেশের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলা। অভিনয়, গান আর ব্যক্তিগত জীবনের কারণে তারা দু’জনই সবসময় আলোচনায় থেকেছেন। এমনকি তাদের বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও এই দম্পতিকে নিয়ে আলোচনা সমালোচনা কোনো টাই কিন্তু শেষ হয়নি। তবে এবার কিন্তু তাদের একমাত্র কন্যা আইরা তেহরিম খান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অল্প বয়সেই শোবিজে পা রেখেছেন এই স্টারকিড।
মায়ের সঙ্গে পাল্লা দিয়ে বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। পর্দায় আইরার কনফিডেন্স আর এক্সপ্রেশন দেখে দর্শকেরা অভিভূত!
এরপর এবার বাবার সঙ্গেও হাজির হয়েছেন পর্দায়। একটি টুথপেস্ট বিজ্ঞাপনে বাবা-মেয়ের জুটি দর্শকদের মন জয় করেছে। নেটিজেনদের মন্তব্য— ‘এই মেয়ে যদি চর্চা চালিয়ে যায়, শোবিজে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে একদিন।’
শুধু সাধারণ দর্শক নয়, কলকাতার বিখ্যাত নির্মাতা সৃজিত মুখার্জিও আইরার পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। তিনি এক গণমাধ্যমকে বলেন— ‘আমার কোনো সিনেমায় উপযুক্ত চরিত্র পেলে আমি আইরাকেই কাস্ট করবো!’
আইরা কিন্তু শুধু অভিনয়েই নয়, ছোটবেলা থেকেই বাবার সঙ্গে গান করেন, বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। তাহসান নিজেই এই মুহূর্তগুলো একাধিকবার শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে।
সব মিলিয়ে বলা যায়, আইরা তেহরিম খান ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। একে একে তিনি শোবিজের নতুন সম্ভাবনা হয়ে উঠতে পারেন।