Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্রামের ছেলে থেকে বিশ্বতারকা— কাঁপছে মাঠ, মাতছে সোশ্যাল মিডিয়া!

সানজিদা যুথী
২৫ আগস্ট ২০২৫ ১৫:৪০

কখনো কখনো সোশ্যাল মিডিয়া এমন এক গল্প তুলে ধরে, যা মুহূর্তেই বিশ্বজুড়ে মানুষের মন জয় করে নেয়। ইন্দোনেশিয়ার মাত্র ১১ বছরের এক ছোট্ট ছেলেকে ঘিরেই এবার সেই ঝড়— নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তার অসাধারণ নাচ, যাকে বলা হচ্ছে বোড ডান্স বা Aura Farming Dance!

ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী নৌকো দৌড় প্রতিযোগিতা— যাকে স্থানীয়রা বলে Pacu Jalur। এখানেই দাঁড়িয়ে সবার মনোযোগ কাড়ে ছোট্ট রাইয়ান আরকান দিখা। কোনো মঞ্চ নয়, আলো ঝলমলে স্টুডিও নয়— স্রেফ নৌকার মাথায় দাঁড়িয়ে তার নাচ যেন মুহূর্তেই উৎসবকে অন্য মাত্রা দেয়।

তার নাচ শুধু বিনোদন নয়, বরং এক অদ্ভুত এনার্জি! শরীরের ভঙ্গিমা, হাসি আর রিদমে ভরা এই নাচকে স্থানীয়রা বলছে Aura Farming Dance— যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। TikTok থেকে Instagram— সব জায়গায় ঝড় তোলে এই ভিডিও।

বিজ্ঞাপন

মাত্র কয়েকদিনেই রাইয়ানের নাচের ভিডিও কোটি কোটি ভিউ পায়। হাজারো মানুষ তার মুভ কপি করে রিল বানাতে থাকে। একসময় এই ছোট্ট ছেলেটি হয়ে ওঠে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু।

সবচেয়ে অবাক করা বিষয় হলো— এই নাচ মাঠেও জায়গা করে নেয়! বিশ্বের নামী ফুটবলাররাও গোল উদযাপনের সময় রাইয়ানের বোড ডান্স নাচেন। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, এমনকি আরও অনেক তারকা মাঠে এই নাচ করে দর্শকদের মাতিয়ে তোলেন। আর সেখান থেকেই এটি পেয়ে যায় বৈশ্বিক জনপ্রিয়তা।

জনপ্রিয়তা এতটাই বাড়ে যে ইন্দোনেশিয়ার Riau Province তাকে আনুষ্ঠানিকভাবে ট্যুরিজম অ্যাম্বাসেডর ঘোষণা করে। ভাবুন তো, ছোট্ট এক গ্রামের ছেলের নাচ— যা শুরু হয়েছিল মাটির গন্ধে আর নদীর তীরে, আজ সেটাই হয়ে উঠেছে দেশের গর্ব, আন্তর্জাতিক পরিচয়ের মাধ্যম।

রাইয়ান প্রমাণ করে দিয়েছে— ট্যালেন্ট যদি সত্যিই ইউনিক আর হৃদয় ছোঁয়া হয়, তবে সেটাকে বিশ্ব আটকাতে পারে না। কোনো বড় প্রোডাকশন হাউস নয়, কোনো সেলিব্রিটি ট্যাগ নয়— একটা ছোট্ট হাসি, কিছু রিদম আর অকৃত্রিম আবেগই তাকে বানিয়েছে সোশ্যাল মিডিয়ার সুপারস্টার।

রাইয়ান আরকান দিখার এই বোড ডান্স আমাদের মনে করিয়ে দেয়— ভাইরাল হতে হলে বড় কিছু করতে হয় না, সত্যিকারের এনার্জি আর এক্সপ্রেশনই পারে গোটা দুনিয়াকে ছুঁয়ে যেতে। আর তাই আজ সে শুধু ইন্দোনেশিয়ার নয়, গোটা দুনিয়ার অনুপ্রেরণা!

সারাবাংলা/এসজে/এএসজি

Aura Farming Dance বোড ডান্স