Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান্নাত: স্বপ্ন, স্মৃতি আর সাফল্যের এক অনন্য ঠিকানা

সানজিদা যুথী
২৮ আগস্ট ২০২৫ ১৬:৩১

মুম্বাইয়ের আরব সাগরের কোল ঘেঁষে, বান্দ্রার জমকালো সমুদ্রপাড়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক দর্শনীয় স্থাপনা— বলিউড সুপারস্টার শাহরুখ খানের স্বপ্নের বাড়ি ‘মান্নাত’। শুধুমাত্র একটি বসবাসের জায়গা নয়, মান্নাত আজ হয়ে উঠেছে শহরের অন্যতম প্রতীক, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করে শুধুমাত্র এক ঝলক দেখতে বা গেটের সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলতে।

শুরুটা হয়েছিল ২০০১ সালে, যখন কিং খান প্রায় ১৩ কোটি টাকায় কেনেন এই ঐতিহাসিক বাংলোটি, যার পুরনো নাম ছিল ‘ভিলা ভিয়েনা’। ১৯১৪ সালে নির্মিত এই স্থাপনাটি এখন গ্রেড–৩ হেরিটেজ তালিকাভুক্ত সম্পত্তি। প্রাথমিকভাবে বাড়িটির নাম রেখেছিলেন ‘জান্নাত’, তবে সময়ের পরিক্রমায় সেটিই হয়ে ওঠে ‘মান্নাত’—একটি নাম যা আজ শুধুই একটি বাড়ির নাম নয়, বরং এক পরিপূর্ণ জীবনের প্রতীক।

বিজ্ঞাপন

শাহরুখ একাধিক সাক্ষাৎকারে বলেছেন, এই বাড়ি কেনা ছিল তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্তগুলোর একটি। বাবা–মাকে হারানোর পর, তিনি চেয়েছিলেন একটি স্থায়ী আশ্রয়—যেখানে থাকবে পরিবারের উষ্ণতা, ভালোবাসা আর নিজের জীবনের এক নির্ভরযোগ্য কেন্দ্র। সেই আকাঙ্ক্ষার বাস্তব রূপ আজকের মান্নাত।

বাড়ির ভেতরে এক ঝলক _

প্রায় ২৭ হাজার বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই বাড়িতে রয়েছে আধুনিক জীবনযাপনের সব রকমের সুযোগ-সুবিধা। ছয়তলা বিশিষ্ট অ্যানেক্স অংশে রয়েছে:

• একটি প্রশস্ত ও সবুজ বাগান,
• ইনডোর সুইমিং পুল,
• ব্যক্তিগত জিম,
• শাহরুখের নিজস্ব অফিস,
• লাইব্রেরি ও স্টাডি রুম,
• ৪২ আসনের একটি প্রাইভেট মিনি থিয়েটার, যেখানে সাজানো রয়েছে ক্লাসিক হিন্দি সিনেমার পোস্টার,
• আলাদা একটি ঘর শুধু তার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ও ট্রফিগুলোর জন্য।

মান্নাতের অন্দরসজ্জা, স্থাপত্য এবং অভ্যন্তরীণ আয়োজন সব মিলিয়ে এটি যেন এক রাজপ্রাসাদ, যেখানে ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ ঘটেছে।

মূল্যবান, তবু অমূল্য _

রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, বর্তমানে মান্নাতের বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি হতে পারে। তার অবস্থান, জমির আয়তন এবং শাহরুখ খানের সঙ্গে এর নাম জড়িত থাকার কারণে এর মূল্য শুধু অর্থের হিসাবেই সীমাবদ্ধ নয়।

তবে শাহরুখ বহুবার স্পষ্ট করে দিয়েছেন—এই বাড়ি বিক্রির কোনো প্রশ্নই ওঠে না। কারণ মান্নাত কেবল একটি সম্পত্তি নয়, এটি তার পরিবারের স্মৃতি, আবেগ এবং জীবনের পরিশ্রমের ফল।

মান্নাত: পর্যটকদের প্রিয় গন্তব্য _

মুম্বাই ঘুরতে এসে যারা বলিউড ভালোবাসেন, তাদের জন্য মান্নাত যেন এক আবশ্যিক গন্তব্য। প্রতিদিনই দেখা যায় গেটের সামনে ভিড় করে থাকা ভক্তদের, যারা এক ঝলক প্রিয় তারকাকে দেখার আশায় ক্যামেরা তাক করে রাখেন। উৎসব বা বিশেষ উপলক্ষে যখন শাহরুখ সপরিবারে ছাদে এসে হাত নাড়েন, তখন সেখানে যেন এক মুহূর্তে ছোটখাটো উৎসব শুরু হয়ে যায়।

মান্নাত তাই কেবলই এক বাড়ি নয়—এটি এক জীবন্ত স্বপ্ন, যা মাটি ছুঁয়ে থেকেও আকাশের তারার মতোই উজ্জ্বল। বলিউডের বাদশাহর এই প্রাসাদ আজ শুধু তার পরিবারের ঘর নয়, ভক্তদের ভালোবাসার এক স্মারক হয়ে উঠেছে।

সারাবাংলা/এসজে/এএসজি

মান্নাত শাহরুখ খানের স্বপ্নের বাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর