Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেম, ক্যারিয়ার আর রোমের গল্পে আসছে ‘এমিলি ইন প্যারিস’ সিজন ৫

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ আগস্ট ২০২৫ ১৭:২৮

বিশ্বজুড়ে আলোচনায় থাকা রোমান্টিক-কমেডি সিরিজ এমিলি ইন প্যারিস আবার ফিরছে নতুন মৌসুম নিয়ে। নেটফ্লিক্স ইতোমধ্যে ঘোষণা করেছে— আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিরিজটির পঞ্চম সিজন। লিলি কলিন্স অভিনীত এ জনপ্রিয় চরিত্র এবার প্যারিস থেকে পাড়ি জমাচ্ছে ইতালিতে, আর দর্শকদের জন্য অপেক্ষা করছে নতুন চমক।

প্যারিস ছাড়িয়ে রোম-ভেনিসে এমিলি _

নামের সঙ্গে প্যারিস জড়িয়ে থাকলেও এবারের সিজনে কাহিনি বেশিরভাগটাই ঘটবে ইতালির রোম ও ভেনিসে। সম্প্রতি প্রকাশিত ফার্স্ট লুকে দেখা যায়, এমিলি কখনো নৌকায় ঘুরছেন, কখনো রোদে সময় কাটাচ্ছেন আবার কখনো সঙ্গী মার্সেলোর সঙ্গে ঘোড়ায় চড়ছেন। নেটফ্লিক্স ছবিগুলো শেয়ার করে লিখেছে, ‘বেনভেনুতো’— ইতালীয় শব্দ, যার অর্থ ‘স্বাগতম’।

বিজ্ঞাপন

এতে স্পষ্ট, এবার দর্শকরা পেতে চলেছেন ইউরোপীয় রোমান্সের এক নতুন মাত্রা। রোমের ঐতিহাসিক প্রেক্ষাপট ও ভেনিসের মনোমুগ্ধকর দৃশ্যাবলি গল্পে দেবে ভিন্ন রঙ।

কাহিনির নতুন বাঁক _

অফিসিয়াল বিবরণ অনুযায়ী, এমিলি এবার রোমে আসছেন আঁজঁ গ্রাতো–এর নতুন অফিস চালু করতে। কিন্তু একটি আইডিয়া উল্টো ব্যুমেরাং হয়ে গিয়ে তার জীবনে নিয়ে আসবে দুঃসময়। সম্পর্কের ভাঙন, ক্যারিয়ারে ধাক্কা আর এক গোপন তথ্য— সব মিলিয়ে এমিলির সামনে দাঁড়াবে কঠিন চ্যালেঞ্জ।

চতুর্থ সিজনের শেষে দর্শকরা দেখেছেন— সিলভি (ফিলিপিন লেরোই-বলিউ) এমিলিকে পদোন্নতি দিয়ে রোম অফিসের প্রধান করেন। অন্যদিকে, গ্যাব্রিয়েল (লুকাস ব্রাভো) বুঝতে পারেন, তিনি এখনও এমিলিকে ভালোবাসেন। অথচ এমিলি তখন খুশি ছিলেন নতুন প্রেমিক মার্সেলোর সঙ্গে। এরই মধ্যে আবার আলফি (লুসিয়ান লাভিসকাউন্ট) ফিরছেন গল্পে। ফলে আসছে মৌসুমে তৈরি হয়েছে নতুন প্রেমের ত্রিভুজ— যা দর্শকদের জন্য বাড়তি কৌতূহল সৃষ্টি করবে।

তারকার সমারোহ _

সিজন ৫–এ ফিরছেন আগের পরিচিত মুখগুলো— ফিলিপিন লেরোই-বলিউ, অ্যাশলে পার্ক, স্যামুয়েল আর্নল্ড, ব্রুনো গৌয়েরি, উইলিয়াম আবাদি, থালিয়া বেসন, পল ফোরম্যান ও আরনো বিনার্ড। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছেন ব্রায়ান গ্রিনবার্গ (জেক), মিশেল লারক (ইভেত্তে) এবং মিনি ড্রাইভার (প্রিন্সেস জেন)।

পরিচালক ও প্রযোজক দল _

সিরিজটির স্রষ্টা ও পরিচালক ড্যারেন স্টার, যিনি ‘সেক্স অ্যান্ড দ্য সিটি’, ‘বেভারলি হিলস ৯০২১০’ ও ‘মেলরোজ প্লেস’-এর মতো হিট সিরিজ উপহার দিয়েছেন। প্রযোজকের আসনে থাকছেন লিলি কলিন্স নিজেও। ফলে গল্পে যেমন গ্ল্যামার, তেমনি থাকবে বাস্তব জীবনের টানাপোড়েনের ছাপ।

কেন এত জনপ্রিয় ‘এমিলি ইন প্যারিস’?

সিরিজটি প্রথম সিজন থেকেই আলোচনায়— এর মূল কারণ রোমান্স, ফ্যাশন, ইউরোপীয় সংস্কৃতি ও অফিস রাজনীতির মিশ্রণ। এমিলি চরিত্রটিকে অনেকেই আধুনিক কর্মজীবী নারীর প্রতিচ্ছবি হিসেবে দেখেন। সম্পর্কের জটিলতা সামলে ক্যারিয়ার গড়া— এই যাত্রা দর্শকদের কাছে বাস্তব জীবনের প্রতিফলন হয়ে ধরা দেয়।

বিশেষ করে ফ্যাশন অনুরাগীদের কাছে সিরিজটি যেন ট্রেন্ডসেটার। প্রতিটি সিজনেই এমিলির পোশাক ও স্টাইল নিয়ে তৈরি হয় আলোচনা। এবার ইতালির রোম-ভেনিসের পটভূমিতে ফ্যাশন জগতের নতুন এক দিগন্ত দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

দর্শকদের প্রত্যাশা _

প্রেম-ভালোবাসা, বন্ধুত্ব, অফিস রাজনীতি আর ব্যক্তিগত সংগ্রামের দারুণ সমন্বয়ই এই সিরিজের প্রাণ। এবারও দর্শকরা সেই রোমাঞ্চের পাশাপাশি পাচ্ছেন নতুন দেশ, নতুন সংস্কৃতি ও নতুন সম্পর্কের দ্বন্দ্ব।

সব মিলিয়ে ডিসেম্বর মাসে মুক্তি পেতে যাওয়া এমিলি ইন প্যারিস সিজন ৫ আবারও হয়ে উঠতে পারে আলোচনার কেন্দ্রবিন্দু। রোমান্সের স্বাদে ইতালীয় ফ্লেভার, অফিস রাজনীতির দ্বন্দ্ব, আর এমিলির ব্যক্তিগত জীবনের টানাপোড়েন— সবকিছু মিলেই দর্শকদের জন্য অপেক্ষা করছে এক রঙিন অভিজ্ঞতা।

সারাবাংলা/এফএন/এএসজি

এমিলি ইন প্যারিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর