বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী। টেলিভিশন নাটক থেকে শুরু করে ওয়েব সিরিজ—সবখানেই তার উপস্থিতি দর্শকের মনে আলাদা জায়গা তৈরি করেছে। কেবল অভিনয়েই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি সমান জনপ্রিয়। তার পোস্ট মানেই আলোচনার ঝড়। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দুষ্টুমি ভরা, হাসসজ্জল ছবির সঙ্গে তিনি লিখলেন—
‘One emoji to describe your mood today 😌 আজকের মুড অনুযায়ী একটা ইমোজি কমেন্ট করো।’
এরপর কী হলো? মিনিটের মধ্যেই ভক্তদের কমেন্ট বন্যা!
ইমোজির খেলায় ভক্তদের দুষ্টুমি _
যেখানে মেহজাবীন ভেবেছিলেন ভক্তরা হয়তো একেকজন তাদের মুড বোঝাতে একটা ইমোজি দেবেন, সেখানে দেখা গেল বেশ অন্যরকম সাড়া। কেউ লিখলেন, ‘আপুর ছবি দেখেই তো মুড ভালো হয়ে গেল’, আবার এক তরুণী নিজের ছবি দিয়ে মন্তব্য করলেন, ‘জামাইয়ের সঙ্গে ঝগড়া মুডে আছি’, কেউ সরাসরি মেহজাবীনকে ইঙ্গিত করে লিখলেন, ‘নতুন বিয়ে করেছেন, তাই খুশি মুডে আছেন’ – এমন সব মন্তব্যে ভরে উঠল কমেন্ট বক্স। যেন একসঙ্গে মুডের কার্নিভাল!
ভালোবাসার গল্পের পর্দার বাইরেও _
শুধু অভিনয়শিল্পী নয়, মেহজাবীন ভক্তদের কাছে অনেকটা পরিবারের মানুষের মতো। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহও কম নয়। অনেকদিনের প্রেমিক, জনপ্রিয় পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে তার সম্পর্কের কথা বিনোদনপাড়ায় অনেক আগেই আলোচিত হয়েছিল। অবশেষে সেই সম্পর্ক বিয়েতে গড়িয়েছে, আর নতুন জীবন শুরু করেছেন এই তারকা জুটি।
ফলে ভক্তরা যখন তার ছবিতে ‘খুশি মুড’ ইমোজি দেখেন, তখন তারা খোলামেলাভাবেই মন্তব্য করেন—এখনকার হাসি নিশ্চয়ই নতুন সংসারের আনন্দে ভরপুর।
মেহজাবীনের অভিনয়ের ভুবন _
তবে শুধু ব্যক্তিজীবন নয়, মেহজাবীনের সবচেয়ে বড় শক্তি তার অভিনয়। মডেল হিসেবে যাত্রা শুরু করলেও দ্রুতই তিনি নাটকের জগতে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন। একের পর এক জনপ্রিয় নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। সম্প্রতি ওয়েব সিরিজেও তার উপস্থিতি সমান প্রশংসিত হচ্ছে।
মেহজাবীনের অভিনয়ে এক ধরনের মিষ্টি স্বাভাবিকতা থাকে, যা তার হাসির মতোই আন্তরিক। ফলে পর্দায় যেমন তিনি ভক্তদের মুগ্ধ করেন, তেমনি ফেসবুক পোস্টেও ভক্তদের সাথে তার সম্পর্ক হয়ে যায় একেবারেই প্রাণবন্ত ও কাছের।
কেন মেহজাবীন ভক্তদের প্রিয়?
তিনি কখনোই সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত দূরত্ব তৈরি করেন না।
ভক্তদের মন্তব্যে প্রায়ই সাড়া দেন, যা ভক্তদের কাছে তাকে আরও কাছের করে তোলে। তিনি তার ছবি ও পোস্টে সবসময় হাসি ও ইতিবাচক বার্তা দেন। সবচেয়ে বড় কথা— তিনি এখনো ‘নেক্সট ডোর গার্ল’-এর মতোই সহজ-সরল মনে হয় ভক্তদের কাছে। তাই যখন তিনি লিখলেন— ‘আজকের মুড অনুযায়ী একটা ইমোজি দাও’— তখন সেটি শুধু ইমোজির খেলা থাকেনি, হয়ে উঠেছে মজার আলাপচারিতা। ভক্তদের দুষ্টুমি, ঠাট্টা-তামাশা, আর মেহজাবীনের মিষ্টি উপস্থিতি মিলে যেন তৈরি করেছে এক ভিন্ন বিনোদনের রঙিন দুনিয়া।