শুক্রবারের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হতে যাচ্ছে ‘কেউ তো জানে’। গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি নাটকটি’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন পাভেল ইসলাম। কাজী সাঈফ আহমেদের পরিচালনায় এই নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মাইমুনা ফেরদৌস মম, মানসী প্রকৃতি, সালমান রাফি, বাদল শহীদ, সুলতানা লীনা, কামরুজ্জামান সবুজ প্রমূখ।
নাটকটির গল্পে দেখা যায়, কামরুল এলাকার বড় ব্যবসায়ী। ঘরে তার সুন্দরী বউ রেহানা। বিয়ের ৭ বছর পেরিয়ে গেলেও তাদের ঘরে কোন সন্তান নেই। কামরুলের ব্যবসা দেখাশোনার কাজ করে রাজু। বাবা মা মরা রাজু ছোট থেকেই এই বাড়িতে থাকে। রাজুকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখে কামরুল। কামরুলের ব্যবসা দেখার পাশাপাশি রাজু পড়াশোনাও করে। একই গ্রামের সুমী কলেজে ভর্তি হয়েছে। রাজুর সাথে সুমীর একটা সম্পর্ক আছে খুব গোপনে, যেটা কেউ জানেনা। এদিকে কামরুলের খুব ঘনিষ্ট বন্ধুরা কামরুলকে আরেকটি বিয়ে করার পরামর্শ দেয়। প্রথম প্রথম পাত্তা না দিলেও ইদানীং কামরুল বিষয়টা নিয়ে ভাবতে শুরু করে। একদিন কামরুলের এক বন্ধু সুমীর কথা জানায়। সুমীর বাবার সামাজিক অবস্থা খুবই খারাপ। সুমীর বাবার কাছেও প্রস্তাব যায়। এ কথা শুনে সুমীর মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। কি করবে বুঝতে পারেনা। কিন্তু কামরুল ঠিকই জানে সে কি করতে চলেছে।
নাটকটি প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা পাভেল ইসলাম বলেন, ‘গল্পে একটি চমৎকার বার্তা আছে। সামাজিক ও পারিবারিক সমস্যার চিরাচরিত গল্প এটি। কেউ তো জানে আমার লেখা তৃতীয় নাটক। আমরা নাটকটির শুটিং করেছিলাম ঢাকার অদূরে অবস্থিত নবাবগঞ্জের একটি পুরনো জমিদার বাড়িতে। আশাকরি, দর্শক একটি সুন্দর গল্পের নাটক দেখবেন।’ তিনি আরো বলেন, ‘এখনকার নাটকের ভালো মন্দ বিচার হয় ভিউ দেখে। কিন্তু সেদিন থেকে এই গল্পটি ব্যতিক্রম। তথাকথিত সস্তা ও ভাড়ামি নেই এই গল্পে।’
‘কেউ তো জানে’ প্রচার হবে ২৯ আগস্ট (শুক্রবার) রাত ৯টা ৩০ মিনিটে এনটিভিতে।