Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার ৫ শহর মাতাবেন তাহসান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ আগস্ট ২০২৫ ১৪:০৮

দেশের প্রিয় সংগীতশিল্পী তাহসান খান এবার ২৫ বছরের সংগীত জীবন উদযাপন করতে যাচ্ছেন। এই বিশেষ উপলক্ষে তিনি আগামী সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার পাঁচটি শহরে কনসার্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে দেখা করবেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাহসান একটি ফটোকার্ড শেয়ার করেন, যেখানে কনসার্টের সময়সূচি, শহরের নাম ও টিকিট বুকিংয়ের বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এই সফরে অ্যাডিলেডে ৬ সেপ্টেম্বর, ব্রিসবেনে ৭ সেপ্টেম্বর, সিডনিতে ১৩ সেপ্টেম্বর, মেলবোর্নে ২০ সেপ্টেম্বর এবং পার্থে ২৭ সেপ্টেম্বর গায়ক শো করবেন।

তাহসানের ভক্তরা, বিশেষ করে অস্ট্রেলিয়ায় থাকা ভক্তরা, ইতিমধ্যেই এই খবরের প্রতিক্রিয়ায় উত্তেজনা প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে প্রিয় শিল্পীর কনসার্টের অপেক্ষায় থাকা তারা এখন উন্মুখ হয়ে আছেন তাঁর লাইভ পারফরম্যান্স দেখার জন্য।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্য, ১৯৯৮ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের মাধ্যমে তাহসান সংগীত জগতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে একক শিল্পী হিসেবে এবং ‘তাহসান অ্যান্ড দ্য সুফিজ’ ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন।

এই সফরের মাধ্যমে তাহসান কেবল নিজের ২৫ বছরের সংগীত জীবনের স্মরণীয় মুহূর্ত উদযাপন করবেন না, বরং ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলবেন এবং অস্ট্রেলিয়ার মঞ্চ মাতাবেন তার একক ও ব্যান্ড পারফরম্যান্সের মাধ্যমে।

সারাবাংলা/এফএন/এএসজি

অস্ট্রেলিয়া তাহসান