Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন প্রেমে পরীমণি!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ আগস্ট ২০২৫ ১৪:৫৬

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি এবার আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। দেশের শীর্ষ প্রযোজনা ঘরানার চলচ্চিত্রে অভিনয় ও ব্যক্তিজীবনের খোলামেলা প্রকাশের জন্য পরিচিত এই চিত্রনায়িকা, সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন।

অগাস্টের শেষ সপ্তাহে পোস্ট করা এই স্থিরচিত্রে পরীমণিকে দেখা গেছে সানগ্লাস পরে, ক্যাপশনে তিনি লিখেছেন, “এই সানগ্লাস আমার নয় কিন্তু সে আমার। সবাইকে জানাই শুভ শুক্রবার।” এই পোস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ প্রশ্ন করেছেন, ‘কে সে?’ আবার কেউ লিখেছেন, ‘পরবর্তী প্রেমিক তাহলে কে?’

বিজ্ঞাপন

পরীমণির প্রেমজীবন নতুন কোনো ঘটনা নয়। বছরের শুরুতে তিনি তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে কয়েক মাসের সম্পর্কের মধ্য দিয়ে আলোচনায় ছিলেন। তবে সম্পর্কটি ভেঙে যাওয়ার পরও সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তার ছেলে পুণ্যর জন্মদিনে সাদীকে উপস্থিত থাকতে দেখা যায়। এই দৃশ্য দেখেই নতুনভাবে প্রেমের গুঞ্জন উসকে ওঠে।

চিত্রনায়িকা পরীমণির ব্যক্তিজীবনে এই খোলামেলা প্রকাশ এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পোস্ট তার ভক্তদের মধ্যে উত্তেজনা এবং কৌতূহল বাড়িয়েছে। তিনি প্রায়শই নিজের খুশি ও চলাফেরার খবর ফেসবুকে শেয়ার করেন, যা তার ভক্তদের কাছে উন্মুক্ত ও সরাসরি।

একই সঙ্গে, পরীমণির আগের সম্পর্ক এবং প্রাক্তন নায়ক শরীফুল রাজের সঙ্গে তার সন্তান ও বিচ্ছেদ সম্পর্কেও মানুষ আগ্রহী। তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় পরিচয় হওয়া পর এই দম্পতির মধ্যে প্রেম, সন্তান এবং বিচ্ছেদের ঘটনা মিডিয়ায় আলোচিত হয়েছে।

পরীমণি তার ব্যক্তিজীবনের সঙ্গে কাজের ক্ষেত্রে সবসময়ই স্বচ্ছন্দ। ফেসবুক পোস্ট, স্থিরচিত্র এবং ভিডিও ক্লিপের মাধ্যমে তিনি ভক্তদের কাছে নিজের জীবনকে খোলামেলাভাবে তুলে ধরেন। এবারও সেই ধারা বজায় রেখেছেন।

পরীমণির ভক্ত ও অনুসারীরা এখন কেবল অপেক্ষা করছেন, পরবর্তী কোনো পোস্ট বা প্রকাশ তার ব্যক্তিজীবন নিয়ে নতুন তথ্য দেবে কিনা তা দেখার জন্য।

সারাবাংলা/এফএন/এএসজি

নতুন প্রেম পরীমণি