পৃথিবীর সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসবের ৮২তম আসর শুরু হয়েছে ভেনিসের লিদো দ্বীপে। গত বুধবার থেকে শুরু হওয়া এই উৎসব ১১ দিনব্যাপী চলবে, যেখানে মনস্তাত্ত্বিক থ্রিলার, আর্ট হাউস ড্রামা, প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন ধরনের নামজাদা সিনেমা প্রদর্শিত হবে।
উদ্বোধনী সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে জার্মান পরিচালক ভেরনার হারজগার ‘গডফাদার’ ট্রিলজির স্রষ্টা ফ্রান্সিস ফোর্ড কপোলোকে আজীবন সম্মাননা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতালিয়ান অভিনেত্রী ইমানুয়েলা ফানেল্লি।
এই বছর আরও দুই প্রখ্যাত ব্যক্তিকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। একদিকে আছে ‘ভার্টিগো’ (১৯৫৮)-এর কিম নোভাক, অন্যদিকে ২ সেপ্টেম্বর ‘ডেড ম্যানস ওয়্যার’-এর পরিচালক গ্যাস ফন স্যান্ট পাবেন ‘প্যাশন ফর ফিল্ম’ অ্যাওয়ার্ড।
মূল প্রতিযোগিতার বিচারক প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক আলেক্সান্ডার পেইন। লাল গালিচায় পদার্পণ করছেন হলিউড তারকারা— জুলিয়া রবার্টস, এমা স্টোন, জর্জ ক্লুনি, ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট, অ্যান্ড্রু গারফিল্ড, অস্কার আইজ্যাক এবং আমান্ডা সাইফ্রেড। বিশেষ আকর্ষণ হিসেবে দেখা যাচ্ছে জুলিয়া রবার্টস প্রথমবারের মতো ‘আফটার দ্য হান্ট’ সিনেমার প্রচারের অংশ হিসেবে লাল গালিচায় পা রাখছেন।
‘আফটার দ্য হান্ট’ সিনেমার প্রেক্ষাপটে মিটু আন্দোলনের আবহও ফুটে উঠেছে। এই সিনেমা পরিচালনা করেছেন ইতালির লুকা গুয়াদানিনো, যেখানে অ্যান্ড্রু গারফিল্ড, আয়ো এডেবিরি ও ক্লোয়ি সেভিনি অভিনয় করেছেন।
ভেনিস চলচ্চিত্র উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা বলেন, “এবারের আসরে বাস্তবধর্মী সিনেমার প্রত্যাবর্তন ঘটছে। নির্মাতারা আমাদের সমকালীন বিশ্বের বড় সংকটগুলো গভীরভাবে তুলে ধরেছেন।”
এই উৎসব শুধুমাত্র চলচ্চিত্রের গ্ল্যামার নয়, বরং সমকালীন সামাজিক, রাজনৈতিক ও নৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে চিন্তাভাবনার ক্ষেত্রও তৈরি করছে। উৎসবের প্রতিটি প্রদর্শনী দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলার জন্য সাজানো হয়েছে।