Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌরভ গাঙ্গুলীর সঙ্গে একমাস থাকবেন রাজকুমার রাও!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ আগস্ট ২০২৫ ১৭:৪৪

বলিউড অভিনেতা রাজকুমার রাও তার নতুন প্রজেক্টে একেবারে নিখুঁত অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি তৈরি হচ্ছেন ভারতের ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করতে। এর জন্য রাজকুমার রাও ঠিক করেছেন, এক মাস সময় কাটাবেন সৌরভ গাঙ্গুলীর সঙ্গে, যাতে তাকে কাছ থেকে পর্যবেক্ষণ করতে এবং তার ব্যক্তিত্ব, আচরণ, শারীরিক ভাষা ও ক্রিকেট খেলার ধরন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।

এটি কোনও নতুন বিষয় নয়। এর আগে সুশান্ত সিং রাজপুত ‘ধোনি’ চরিত্রে পর্দায় অভিনয়ের জন্য প্রায় দেড় বছর এমএস ধোনির সঙ্গে সময় কাটিয়েছিলেন। একইভাবে রণবীর সিং ‘কপিল দেব’ চরিত্রে অভিনয়ের আগে তার বাড়িতে দশ দিন কাটিয়েছিলেন। রাজকুমারও সেই একই ফর্মুলা অনুসরণ করছেন।

বিজ্ঞাপন

শুটিং মূলত আগামী বছরের ফেব্রুয়ারিতে কলকাতায় শুরু হওয়ার কথা। এর আগে রাজকুমার রাও অক্টোবর মাসে কলকাতায় পৌঁছবেন এবং এক মাসের জন্য সৌরভের সঙ্গে থাকবেন। এই সময়টিতে তিনি সৌরভের দৈনন্দিন জীবন, ব্যাটিং অনুশীলন, ক্যারিয়ারের সঙ্গে জড়িত জায়গা ও অন্যান্য কর্মকাণ্ড কাছ থেকে পর্যবেক্ষণ করবেন।

সৌরভ গাঙ্গুলীর বায়োপিক পরিচালনা করছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, যিনি ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে দলবল নিয়ে লোকেশন রিককি শুরু করেছেন। ইডেন গার্ডেন্স, ময়দান এবং সৌরভের শুরুবাত ক্রিকেট শিক্ষার জায়গা—দুখীরাম কোচিং সেন্টার—সবই শুটিং লোকেশন হিসেবে পরিদর্শন করা হয়েছে।

সিনেমার বাজেট ধরা হয়েছে ২৫০ কোটি রুপি। বিশ্বকাপের আগে, ২০২৭ সালে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এদিকে, সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে তৃপ্তি দিমরির নাম শোনা গেলেও এখন আলোচনায় মিমি চক্রবর্তী ও ইশা সাহা-এর নাম উঠে এসেছে। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানা যাবে বলে জানা গেছে।

রাজকুমারের এই নিবিড় প্রস্তুতি দর্শকদের কাছে আসল সৌরভ গাঙ্গুলীর চরিত্রের বাস্তবতা ফুটিয়ে তুলবে— শুধু ক্রিকেটের খেলা নয়, বরং একজন কিংবদন্তির ব্যক্তিত্ব ও জীবনযাত্রা পর্দায় প্রাণ পাবে।

সারাবাংলা/এফএন/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর