Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী এথলেটদের কাহিনী ‘আগন’ প্রদর্শিত হলো ভেনিসে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ আগস্ট ২০২৫ ১৮:২৭

চলচ্চিত্র জগতে নতুন আলো প্রবেশ করেছেন ইতালিয়ান পরিচালক জুলিও বের্টেলি। বিশ্বের সবচেয়ে পুরনো চলচ্চিত্র উৎসবের একটি, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার প্রথম ছবি Agon–এর প্রিমিয়ার হয় ২৯ আগস্ট। বের্টেলি, যিনি ফ্যাশন জায়ান্ট মিয়ুচিয়া প্রাডা এবং প্যাট্রিজিও বের্টেলের ছেলে, নিজের অভিনব দৃষ্টিভঙ্গি নিয়ে সিনেমা তৈরিতে মনোযোগী হয়েছেন।

Agon একটি কল্পিত অলিম্পিক্স ‘লুডোজ গেমস ২০২৪’-এর প্রেক্ষাপটে তিনজন মহিলা ক্রীড়াবিদ- জুডো, ফেন্সিং এবং শুটিং-এর গল্প বলে। সিনেমাটি স্বতন্ত্র ভিজ্যুয়াল ও ন্যারেটিভ কাঠামোয় তৈরি, যেখানে বাস্তবতা এবং কাল্পনিকতার মধ্যে সেতুবন্ধন ঘটানো হয়েছে। বের্টেলি এটিকে বর্ণনা করেছেন ‘টেকনো রিয়ালিজম’ হিসেবে, যা কখনো স্বপ্নময়, কখনো অদ্ভুত, এবং দর্শককে খেলার, প্রতিযোগিতা ও মনস্তাত্ত্বিক সংঘর্ষের নতুন দিক দেখায়।

বিজ্ঞাপন

পরিচালক বলেন, ‘এই চলচ্চিত্রে আমি ক্রীড়াবিদদের একান্ত পরিশ্রম, আত্মত্যাগ ও একাকিত্বকে ফুটিয়ে তুলেছি। সাধারণত ক্রীড়া মানে জয়, জনপ্রিয়তা বা নায়কের পৌরাণিক কাহিনি বলা হয়, কিন্তু Agon-এ মূলত প্রচেষ্টা, নিয়মিত অনুশীলন ও ব্যক্তিগত সংগ্রামের গল্প বলা হয়েছে।’

চলচ্চিত্রের চরিত্রগুলির মধ্যে একমাত্র বাস্তব ক্রীড়াবিদ হলেন অলিম্পিক স্বর্ণপদকজয়ী অ্যালিস বেলান্দি, যিনি জুডো খেলে। ফেন্সিং এবং শুটিংয়ের চরিত্রগুলো অভিনয় করেছেন প্রশিক্ষণপ্রাপ্ত অভিনেতা। বের্টেলি মূলত নারীর দৃষ্টিকোণ থেকে গল্পটি তৈরি করেছেন, যেখানে তিনজন ক্রীড়াবিদ নিজেদের সীমাবদ্ধতা এবং ব্যর্থতার সাথে লড়াই করেন।

তিনি সামাজিক মাধ্যম ও প্রযুক্তির প্রভাব নিয়েও মন্তব্য করেছেন। বের্টেলি বলেন, ‘আমি নিজে সোশ্যাল মিডিয়ায় নেই। আমি মনে করি, প্রযুক্তি শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু তা আমাদের গল্প বলার প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।’

ফ্যাশন ও শিল্পের প্রতি তার আগ্রহের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘আমার মায়ের দৃষ্টিভঙ্গি আমাকে শিখিয়েছে যে, প্রতিদিনের জীবনে আমরা যেভাবে নিজেদের সজ্জা ও পরিবেশের মাধ্যমে প্রকাশ করি, তা আমাদের কাজ ও চিন্তার অঙ্গ।’

ভেনিসের লাল গালিচায় প্রথম প্রদর্শনের সময় Agon–কে ইতোমধ্যেই আন্তর্জাতিক মনোযোগ ও আলোচিত হয়েছে। বের্টেলি নিজে বলেন, ‘কেউ এটি ভালোবাসবে, কেউ পছন্দ করবে না। কিন্তু উদাসীনতা সবচেয়ে খারাপ প্রতিক্রিয়া হবে।’

এই ছবির মাধ্যমে বের্টেলি ক্রীড়া, নারী চরিত্র এবং শিল্পের মধ্যে নতুন সংজ্ঞা তৈরি করেছেন। Agon শুধু ক্রীড়া নয়, এটি আত্ম-উপলব্ধি, পরিশ্রম এবং ব্যর্থতার মধ্য দিয়ে মানুষের মনস্তাত্ত্বিক দিককে ফুটিয়ে তোলার একটি প্রচেষ্টা।

সারাবাংলা/এফএন/এএসজি

আগন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর