বলিউডের তরুণ প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ জাহ্নবী কাপুর। শ্রীদেবীর মেয়ে হয়েও তিনি নিজেকে কেবল স্টার কিড পরিচয়ে সীমাবদ্ধ রাখেননি, ধীরে ধীরে নিজের প্রতিভা, অভিনয় এবং ব্যক্তিত্ব দিয়ে জায়গা করে নিয়েছেন কোটি অনুরাগীর হৃদয়ে। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি শুধু সিনেমা বা গ্ল্যামার নিয়েই নয়, বরং নিজের ব্যক্তিগত মন্তব্য ও অভিজ্ঞতা দিয়েও। সম্প্রতি তিনি এমন এক মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন যা এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জাহ্নবী কাপুর সম্প্রতি একটি প্রচারণামূলক অনুষ্ঠানে অকপটে জানালেন, প্রায়ই বিদেশে থাকাকালে তিনি অপ্রত্যাশিত প্রেমের প্রস্তাবের মুখে পড়েন। কেউ ফোন নম্বর দিয়ে দেন, কেউ আবার বিনা অর্ডারে খাবার নিয়ে আসেন— এসব পরিস্থিতি তাকে বিব্রত করে তোলে। এমন বিব্রতকর মুহূর্ত থেকে বাঁচতেই তিনি ব্যবহার করেন অদ্ভুত একটি অজুহাত— ‘আমি বিবাহিত।’
তার ভাষায়, ‘অনেকবার বলেছি, আমি বিবাহিত। বেশির ভাগ সময়ে এ রকম হয় ভারতের বাইরে। এলএ-তে এমন অনেক ওয়েটার আমাকে তাদের ফোন নম্বর দিতেন। একবার এমন অস্বস্তিকর পরিস্থিতিতে আমি আমার বন্ধু ওরিকেই স্বামী বলে পরিচয় দিয়েছিলাম।’
এখানেই নেটিজেনদের আগ্রহ আরও বেড়ে যায়। কারণ, ওরহান অবাত্রামণি বা ‘ওরি’ বলিউডের পরিচিত এক নাম। প্রায়ই তাকে জাহ্নবীর সঙ্গে দেখা যায় পার্টিতে, রেস্টুরেন্টে বা ভ্রমণে। এমন ঘনিষ্ঠতা থেকেই জাহ্নবী মজার ছলে তাকে স্বামী বলে পরিচয় দেন। যদিও জাহ্নবী স্পষ্ট করেছেন— এটি শুধুই একটি অজুহাত, আসল বিবাহিত জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
এই অভিজ্ঞতা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ মজা করে লিখেছেন— ‘তাহলে বনি কাপুরের জামাই তো আমরা জেনে গেছি!’ আবার কেউ মন্তব্য করেছেন— ‘এটা এক ধরনের আত্মরক্ষার উপায়, খুবই বুদ্ধিমত্তার সঙ্গে সামলেছেন জাহ্নবী।’ অনেক ভক্ত আবার মজা করে দাবি করেছেন, তারা এখন থেকে নিজেদেরও জাহ্নবীর ‘গোপন স্বামী’ বলে পরিচয় দেবেন!
জাহ্নবীর এই স্বীকারোক্তি শুধু কৌতূহল জাগায়নি, বরং ভক্তদের মনে করিয়েছে— তারকাদের জীবন সবসময় শুধু ঝলমলে নয়, বরং অস্বস্তিকর অভিজ্ঞতাও তাদের সঙ্গী হয়। অনেকে এমন পরিস্থিতি সামাল দিতে ভয় পান, কিন্তু জাহ্নবী সেটিকে মজার ছলে উড়িয়ে দিয়েছেন।
জাহ্নবী বর্তমানে কয়েকটি বড় প্রজেক্টে ব্যস্ত। একদিকে সিনেমার প্রচারণা, অন্যদিকে ফ্যাশন শো এবং বিজ্ঞাপন— সব মিলিয়ে তার দিন কাটছে ভরপুর ব্যস্ততায়। তবে এই ব্যস্ততার মাঝেও তিনি যখন এমন হালকা গল্প শেয়ার করেন, তখন তা ভক্তদের সঙ্গে তার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তোলে।