সমুদ্র মানেই এক অন্যরকম প্রশান্তি। ঢেউয়ের গর্জন, লোনা হাওয়া আর দিগন্তজোড়া নীলাভ সৌন্দর্য— সব মিলিয়ে যেন এক টুকরো মুক্তি। এমনই মুক্তির ছোঁয়া খুঁজে পেতে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম ছুটে গেছেন থাইল্যান্ডের কোহ চ্যাং দ্বীপে।
ছুটির এই মুহূর্তগুলো তিনি ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকে দেওয়া ছবিগুলোতে দেখা যায়, মিম পরেছেন একেবারে সরল অথচ আভিজাত্যে ভরপুর পোশাক—চ্রোমা ব্র্যান্ডের মেজেন্টা রঙের কুর্তি। খোলা চুল, চোখে সানগ্লাস আর মুখে স্বস্তির হাসি—সব মিলিয়ে মিম যেন ছুটির আনন্দকে আরও রঙিন করে তুলেছেন।
ছবিগুলোর পেছনে সমুদ্রের নীলাভ ঢেউ ভেসে আসছে। সাগরতটে হেঁটে যাওয়া কিংবা রিসোর্টের বারান্দায় বসে সমুদ্রের দিকে তাকিয়ে থাকা—প্রতিটি ভঙ্গিতেই মিমের সরলতা যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছে। কোনো জটিল সাজসজ্জা নয়, বরং সহজ-সরল উপস্থিতিই তাকে আলাদা সৌন্দর্যে উজ্জ্বল করে তুলেছে।
ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ভক্তদের মন্তব্যে ভরে গেছে মিমের ওয়াল। কেউ লিখেছেন, ‘আপনি সবসময়ই মার্জিত অথচ আকর্ষণীয়।’ আবার কেউ লিখেছেন, ‘প্রকৃতির রঙ আর আপনার উপস্থিতি একসঙ্গে মিলে অসাধারণ লেগেছে।’ মাত্র ১৫ ঘণ্টায় ছবিগুলোতে লাইক পড়েছে কয়েক হাজার, মন্তব্যে এসেছে শত শত প্রতিক্রিয়া।
এই ছুটির ভ্রমণে মিম শুধু বিশ্রামই নিচ্ছেন না, একইসঙ্গে তুলে ধরছেন জীবনধারার এক বিশেষ বার্তা। ফ্যাশন মানেই যে ঝলমলে আয়োজন, তা নয়। সরল পোশাকেও একজন মানুষ নিজের সৌন্দর্যকে নিখুঁতভাবে তুলে ধরতে পারেন। প্রকৃতির সান্নিধ্যে সরলতার মধ্যেই লুকিয়ে আছে সত্যিকারের প্রশান্তি।
অভিনয়শিল্পী হিসেবে ব্যস্ত সময়ের ভেতর ভ্রমণ মিমের কাছে নতুন উদ্যম পাওয়ার উৎস। দেশের ভেতরে বা বাইরে—যেখানেই যান না কেন, সেসব মুহূর্ত তিনি ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। ভ্রমণের ছবি আর অভিজ্ঞতা তার অনুসারীদেরও অনুপ্রাণিত করে জীবনকে নতুনভাবে উপভোগ করতে।
মিমের ছুটির এই অ্যালবামটিকে শুধু ভ্রমণ-ছবি বলা যাবে না। এটি যেন সমুদ্রতটে লেখা একখণ্ড কবিতা—যেখানে নীল আকাশ, সবুজ প্রকৃতি আর মেজেন্টা রঙের পোশাকে উজ্জ্বল মিম মিলেমিশে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্যপট।
ছবিগুলোর মাধ্যমে মিম যেন ভক্তদের মনে করিয়ে দিলেন—প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে প্রয়োজন নেই বিলাসবহুল আয়োজনের। একটুখানি সময়, একটি সরল পোশাক আর হাসিমুখেই পাওয়া যায় সবচেয়ে বড় আনন্দ।