Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের সিনেমা ‘ইনসাফ’-এর ওটিটি যাত্রা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩১ আগস্ট ২০২৫ ১৭:২৭

সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ঈদের আলোচিত সিনেমা ‘ইনসাফ’ এবার দর্শকদের কাছে ছোট পর্দার মাধ্যমে হাজির হতে যাচ্ছে। ৪ সেপ্টেম্বর থেকে এই জমজমাট অ্যাকশন ঘরানার ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, এবং চলচ্চিত্রপ্রেমীরা এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন সিনেমার রোমাঞ্চকর গল্প ও অ্যাকশন দৃশ্য।

সিনেমার গল্পে দেখা যাবে, ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসীদের পেছনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চৌকশ অফিসার জাহান খান কাজ শুরু করেন। এই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, যিনি দৃঢ় ও প্রভাবশালী পারফরম্যান্সের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন।

সিনেমার অন্য গুরুত্বপূর্ণ চরিত্র ইউসুফ-এর ভূমিকায় রয়েছেন শরিফুল রাজ, যিনি তার আবেগপূর্ণ অভিনয় দিয়ে গল্পের আবহ আরও দৃঢ় করেছেন।

বিজ্ঞাপন

নির্মাতা সিনেমায় বিশেষভাবে চমক রেখেছেন মোশাররফ করিম। তিনি একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন, যার মাধ্যমে সিনেমায় চিকিৎসাসেবার সিন্ডিকেশনের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। এই নতুন মাত্রা সিনেমার ভাষা ও দৃশ্যায়নে ভিন্ন অভিজ্ঞতা যোগ করেছে।

সিনেমায় অতিথি চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী। এছাড়া জনপ্রিয় গান ‘আকাশেতে লক্ষ তারা’ নতুন আঙ্গিক ও সুরে পরিবেশিত হয়েছে। সংগীতশিল্পী জেফারও এখানে গান ও অভিনয় দুইয়ের মধ্যেই অংশ নিয়েছেন।

ডন, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু প্রমুখের অভিনয় সিনেমার গল্পকে সমৃদ্ধ করেছে। চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার। প্রযোজনা করেছে আবুল কালাম তিতাস, কথাচিত্র ও টিওটি ফিল্মসের ব্যানারে।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ভালো প্রতিক্রিয়া পেয়েছিল। এবার ওটিটি মুক্তি দর্শকদের জন্য ঘরে বসে সিনেমার অ্যাকশন, নাটকীয়তা ও অভিনয়ের উত্তেজনা উপভোগের সুযোগ এনে দেবে। নির্মাতা ও কলাকুশলীরা এই নতুন যাত্রা নিয়ে উচ্ছ্বসিত।

সারাবাংলা/এফএন/এএসজি

ইনসাফ ওটিটি