আবার আসছে জম্বি শিকারী সাইফ
৭ জুলাই ২০১৮ ১৩:৫১ | আপডেট: ৭ জুলাই ২০১৮ ১৪:০৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বলিউডের প্রথম জম্বিভিত্তিক চলচ্চিত্র ‘গো গোয়া গন’। ২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছিলেন কৃষ্ণ ডিকে ও রাজ নিডিমরো। অ্যাকশন কমেডি ধাঁচের এই সিনেমাতেই প্রথমবারের মতো জম্বি শিকারির ভূমিকায় অভিনয় করেছিলেন পতৌদির ছোট নবাব সাইফ আলী খান।
মাত্রাতিরিক্ত গালাগাল, অশ্লীল দৃশ্য ও মাদকের কারণে ভারতে ব্যাপক বিতর্ক তৈরি করেছিলো ‘গো গোয়া গন’। সেন্সরবোর্ড থেকে প্রাপ্তবয়স্কদের সিনেমার সার্টিফিকেট নিয়ে সেসময় ভালো ব্যাবসাও করে এরস এন্টারটেইনমেন্ট ও ইলুমিনাতি ফিল্মস প্রযোজিত সেই ছবি। আর এ কারণেই ছবিটির সিক্যুয়াল নির্মাণের কাজে হাত দিয়েছে গো গোয়া গনের প্রযোজনা প্রতিষ্ঠানদ্বয়।
গো গোয়া গনের সিক্যুয়ালে কাস্ট মোটামুটি একই থাকবে। কুনাল খেমু, ভির দাস, আনন্দ তিওয়ারীরা আগের চরিত্রেই অভিনয় করবেন। এদের সঙ্গে দেখা মিলবে জম্বি শিকারি সাইফেরও। তবে সিনেমার এবারের গল্পে আনা হবে ভিন্নতা। গল্প ও চিত্রনাট্য লিখবেন কৃষ্ণ ডিকে ও কুনাল খেমু।
উল্লেখ্য, এই বছরের শেষ দিকে শুরু হবে ‘গো গোয়া গন-টু’ ছবির দৃশ্যধারণের কাজ।
সারাবাংলা/টিএস /পিএম