দক্ষিণ ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে আলোচিত নাম— পুষ্পা! আল্লু অর্জুন অভিনীত পুষ্পা: দ্য রাইজ মুক্তি পায় ২০২১ সালে। সিনেমাটি শুধু ভারতের বক্স অফিসেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সাড়া ফেলে।
আল্লু অর্জুনের ‘পুষ্পা রাজ’ চরিত্র, তার ভঙ্গি, সংলাপ আর দেবী শ্রী প্রসাদের সুরে গানগুলো রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। বিশেষ করে— ‘পুষ্পা নাম শুনকে ফালাওয়ার সমঝে কেয়া… ফায়ার হ্যায়!’ এই ডায়লগ একেবারে ট্রেন্ডে পরিণত হয়েছিল।
এরপর আসে পুষ্পা ২: দ্য রুল। সিনেমাটি মুক্তি পেতেই ভক্তদের উন্মাদনা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। অভিনয়, পরিচালনা, গান— সবদিক দিয়েই ছবিটি ছুঁয়ে যায় দর্শকের হৃদয়।
এবার আসি মূল খবরে, দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস (SIIMA 2025)-এ একেবারে জয়জয়কার করেছে পুষ্পা ২: দ্য রুল!
এই সিনেমা একসাথে জিতে নিল ৫টি বড় পুরস্কার—
সেরা অভিনেতা – আল্লু অর্জুন
সেরা অভিনেত্রী – রশ্মিকা মন্দানা
সেরা পরিচালক – সুকুমার
সেরা সংগীত পরিচালক – দেবী শ্রী প্রসাদ
মঞ্চে পুরস্কার নিতে গিয়ে সঞ্চালক হঠাৎ প্রশ্ন করে বসেন— ‘পার্টি হবে পুষ্পা?’ যা দর্শকদের মনে করিয়ে দেয় ভানওয়ারসিং সেখাওয়াতের বিখ্যাত সংলাপকে।
এরপর সঞ্চালকের সবচেয়ে বড় প্রশ্ন— ‘পুষ্পা ৩ হবে, নাকি শেষ?’ কিছুক্ষণ নীরব থাকার পর পরিচালক সুকুমার প্রযোজকের দিকে তাকিয়ে বললেন— ‘অবশ্যই, পুষ্পা ৩ আসছে!’
এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে দর্শক আর ভক্তরা করতালিতে ফেটে পড়েন। আর এখানেই মিলল অফিসিয়াল কনফার্মেশন— ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ একেবারেই আসছে!
পুরস্কার জয়ের পর সোশ্যাল মিডিয়ায় নিজের অনুভূতি শেয়ার করেছেন আল্লু অর্জুন। তিনি লিখেছেন— ‘টানা তিনবার SIIMA পুরস্কার পাওয়া আমার জন্য বিশাল সম্মান। এই সাফল্য আমি উৎসর্গ করছি আমার পরিচালক সুকুমার গারুকে, পুরো টিমকে এবং সবচেয়ে বেশি আমার ভক্তদের। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই সম্ভব নয়।’
পুষ্পা ২ ইতোমধ্যেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে। আর এখন পুষ্পা ৩–এর ঘোষণার পর ভক্তরা দিন গুনছেন, কবে আসবে পুষ্পা রাজের নতুন ঝড়।