Friday 07 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে-পপ নিয়ে মাতামাতি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৭

কে-পপ নিয়ে দুনিয়াজুড়ে মাতামাতি। তবে কাল্পনিক দুই ব্যান্ডের গল্প যে একদিন ইতিহাস গড়বে, কে ভেবেছিল! মুক্তির পর রেকর্ড ভাঙা থেকে শুরু করে নেটফ্লিক্সের মিউজিক্যাল অ্যানিমেশন ‘কে-পপ ডেমন হান্টার্স’। মাত্র দুই মাসেই এটি হয়েছে নেটফ্লিক্সের ইতিহাসের সবচেয়ে বেশি দেখা সিনেমা। ভেঙে দিয়েছে রেড নোটিশ–এর ২৩ কোটি ৯ লাখ ভিউয়ের রেকর্ড। নতুন মাইলফলক— ২৩ কোটি ৬০ লাখ ভিউ!

শুধু সিনেমা নয়, এর গানগুলোও দুনিয়া মাতিয়েছে। ‘গোল্ডেন’ উঠে গেছে বিলবোর্ড হট ১০০-এর শীর্ষে, আর স্পটিফাইয়ের গ্লোবাল চার্টেও দখল করেছে এক নম্বর স্থান। প্রথমবারের মতো কোনো সিনেমার চারটি গান একসঙ্গে জায়গা পেয়েছে বিলবোর্ড টপ–১০–এ।

বিজ্ঞাপন

গল্পে আছে কে-পপ গার্ল ব্যান্ড ‘হানট্রিক্স’-এর তিন তারকা— রুমি, মিরা আর জোয়ি। গানের শক্তিকে তারা ব্যবহার করে ডেমনদের বিরুদ্ধে লড়াইয়ে। অন্যদিকে হাজির হয় রহস্যময় বয় ব্যান্ড ‘সাযা বয়েজ’। সুদর্শন এই ছেলেরা আসলে ডেমন! এখান থেকেই শুরু হয় রোমাঞ্চ আর লড়াই।

সিনেমাটি প্রযোজনা করেছে সনি পিকচার্স অ্যানিমেশন। পরিচালনায় ছিলেন কোরিয়ান–কানাডিয়ান নির্মাতা ম্যাগি ক্যাং ও সহপরিচালক ক্রিস অ্যাপেলহ্যান্স। কোরীয় লোকগল্প, কে-পপের ঝলক আর দৃষ্টিনন্দন ভিজ্যুয়ালের মিশেলে সিনেমাটি জয় করেছে বিশ্বজুড়ে দর্শকের মন।

টিকটক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে এখন চলছে ‘গোল্ডেন’ আর ‘ইয়োর আইডল’ গানের ড্যান্স চ্যালেঞ্জ। ভক্তরা কাল্পনিক ব্যান্ড ‘হানট্রিক্স’ আর ‘সাযা বয়েজ’–কেও বাস্তব তারকার মতোই গ্রহণ করেছেন।

গায়িকা ইজে বলেন— ‘এ সিনেমার আসল বার্তা হলো নিজেকে ভালোবাসা, নিজের ভুল মেনে নেওয়া, আর প্রিয়জনের ওপর আস্থা রাখা।’

নেটফ্লিক্স থেকে বিলবোর্ড, স্পটিফাই থেকে বক্স অফিস— সবখানেই ইতিহাস গড়ছে ‘কে-পপ ডেমন হান্টার্স’।

সারাবাংলা/এসজে/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর