ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত জীবনে যেমন আলোচিত, তেমনি কর্মজীবনে তিনি নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আলোচনায় থেকেছেন তার ব্যক্তিগত জীবন নিয়েও। প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা শরিফুল রাজকে। তাদের ঘর আলো করে আসে একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। তবে, নানা টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে ভাঙনের পথে হাঁটেন এই তারকা দম্পতি।
বর্তমানে পরীমণি কাজের ব্যস্ততার পাশাপাশি সময় কাটাচ্ছেন ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখা যায় তাদের মিষ্টি খুনসুটির মুহূর্তগুলো।
সাম্প্রতিক সময়ে পরীমণি একগুচ্ছ ছবি শেয়ার করেছেন ছেলে রাজ্য ও দত্তক মেয়েকে নিয়ে। ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে অনুরাগীদের মধ্যে।
উল্লেখ্য, সম্প্রতি তিনি জিতেছেন একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র পুরস্কার। ঢালিউডে তার অবদান এবং অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারটি তুলে দেওয়া হয় তার হাতে। অ্যাওয়ার্ড জেতার আনন্দ শেষে বাসায় ফিরেই পরীমণি পান সবচেয়ে বড় উপহার— দুই সন্তানের ভালোবাসা।
ছবি শেয়ার করে পরীমণি ক্যাপশনে লিখেছেন— ‘এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম, দরজা খুলেই তারা দুজন এক ঝাঁপে আমার কোলে উঠে বসলো। কি লাগে জীবনে আর! শুকরিয়া খোদা।’
তিনি আরও লিখেছেন— ‘আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি যেন এই সুখে কারো নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।’
পরীমণির এই আবেগঘন পোস্ট ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। অনেকে মন্তব্য করেছেন— ব্যক্তিগত জীবনের দুঃসময়ের পর সন্তানদের সঙ্গে কাটানো এই পরিপূর্ণ জীবনই তার আসল অর্জন।