বলিউডের জনপ্রিয় নায়িকা কারিনা কাপুর খান এবার যুক্তরাজ্যের বার্মিংহামে গিয়ে হলেন একসঙ্গে ভাইরাল আর বিব্রত! কারণ, একদিকে ‘ফেভিকল’ গানের সঙ্গে অনানুষ্ঠানিক নাচ দেখিয়ে মাতালেন ভক্তদের, আর অন্যদিকে ভক্তদের উপচেপড়া ভিড়ে তৈরি হলো চরম বিশৃঙ্খলা।
ভিডিওতে দেখা যায়— এক জুয়েলারি শো-রুম উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে হাজির হন কারিনা। ঝলমলে মনিষ মালহোত্রার ডিজাইন করা শাড়ি আর ডায়মন্ড জুয়েলারি পরে মঞ্চে উপস্থিত হন তিনি। গানের তালে নাচ দেখানো সেই মুহূর্ত এখন রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়।
কিন্তু বিপত্তি ঘটে ভিড়ের মধ্যে হঠাৎই এক নারী ভক্ত অজ্ঞান হয়ে পড়ে যান! নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে অনুষ্ঠানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ নিয়ে প্রশ্ন উঠেছে বড় আয়োজনে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে।
তবে সব কিছুর পরেও কারিনার উপস্থিতি ছিল দারুণ চমকপ্রদ। ভক্তরা শুধু তাকে দেখতেই নয়, উপহার দিতেও হাজির হন অনুষ্ঠানস্থলে। কিছু উপহার তিনি নিজে হাতে গ্রহণও করেন।
ইভেন্টের ছবি শেয়ার করেছেন কারিনা নিজেই ইনস্টাগ্রামে। যেখানে বোন কারিশমা কাপুর লিখেছেন— ‘আমার হিরা’।
এদিকে, ব্যক্তিগত ব্যস্ততার ফাঁকেই কারিনা এখন প্রস্তুতি নিচ্ছেন মেঘনা গুলজারের পরিচালনায় ক্রাইম-থ্রিলার ‘দায়রা’ ছবির জন্য। এতে প্রথমবার তার সঙ্গে অভিনয় করবেন মালায়লাম তারকা পৃথ্বীরাজ সুকুমারন।