Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলিউড ছাড়ার সিদ্ধান্তে অক্ষয়!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৬

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার আজও ভক্তদের কাছে পরিচিত ‘খিলাড়ি’ নামে। কিন্তু এই খ্যাতির পেছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রামের গল্প। কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ব্যাংকক— জীবনের শুরুটা ছিল রঙিন পর্দার বাইরে, বাস্তব জীবনের কঠিন লড়াইয়ে। একসময় তিনি ছিলেন মার্শাল আর্টের প্রশিক্ষক, আবার কখনও রেস্তোরাঁয় রাঁধুনির কাজ করেছেন।

তবে অভিনয়ের জগতে পা রাখার পরও সহজ পথ মেলেনি। নব্বইয়ের দশকের শেষভাগে টানা চৌদ্দটি ছবির ব্যর্থতা তার কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিল। এমনকি একসময় কানাডায় গিয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্তও ভেবেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের খেলায় সেখানেই থামতে হয়নি। ধৈর্য, পরিশ্রম আর ভক্তদের ভালোবাসায় আবারও ঘুরে দাঁড়ান অক্ষয়।

বিজ্ঞাপন

আজ সেই অভিনেতাই দাঁড়িয়ে আছেন বলিউডের প্রথম সারিতে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি ৫৮ বছরে পা দিয়েছেন। জন্মদিনে নিজের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে অক্ষয় কুমার ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এক বিশেষ পোস্টে তিনি লিখেছেন— ৩৪ বছরের চলচ্চিত্রযাত্রায় ১৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি, আর সেই যাত্রা এখনও শেষ হয়নি। তার কথায়, ‘আমার এই সফরে যারা আমার পাশে থেকেছেন— প্রযোজক, পরিচালক, সহকর্মী কিংবা সেই দর্শক যারা আমার সিনেমার টিকিট কেটে আমাকে বিশ্বাস করেছেন— তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের ছাড়া আমি কিছুই নই।’ অক্ষয় আরও জানান, জন্মদিনটিকে তিনি উৎসর্গ করেছেন সেই মানুষদের জন্য যারা শুরু থেকে তার প্রতি আস্থা রেখেছেন।

অভিনেতার পোস্টে ইতিমধ্যেই ভক্তদের ভালোবাসার জোয়ার বইছে। অনেকে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্মরণ করিয়ে দিচ্ছেন তার লড়াইয়ের দিনগুলোর কথা। আবার কেউ কেউ অনুরোধ করেছেন, খুব শিগগিরই যেন অক্ষয় আবার তার পুরনো অ্যাকশন-অবতার নিয়ে বড়পর্দায় ফিরেন।

সারাবাংলা/এসজে/এএসজি

অক্ষয় কুমার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর