বলিউড তারকা ঐশ্বরিয়া রাই বচ্চনের পর এবার আদালতের শরণাপন্ন হলেন তাঁর স্বামী অভিনেতা অভিষেক বচ্চন। ব্যক্তিগত তথ্য ও প্রচারের অধিকার রক্ষায় তিনি গত বুধবার দিল্লি হাইকোর্টে আবেদন করেন। এর আগে মঙ্গলবার একই আদালতে ঐশ্বরিয়া রাইও নিজের সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় আবেদন করেছিলেন।
শুনানির সময় বিচারপতি জানান, বিষয়টি আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। অভিষেকের পক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, কিছু প্রতিষ্ঠান ও ওয়েবসাইট অবৈধভাবে তাঁর নাম, কণ্ঠস্বর ও ভিডিও ব্যবহার করছে—যা সরাসরি ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অভিষেকের ভুয়া ও বিভ্রান্তিকর ছবি-ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তাঁর ভাবমূর্তি নষ্ট করছে।
আইনজীবীরা আদালতকে আরও জানান, যদি এ নিয়ে নির্দেশ দেওয়া হয়, তাহলে গুগলসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম এ ধরনের ইউআরএল দ্রুত সরিয়ে নিতে বাধ্য হবে।
প্রসঙ্গত, বলিউডে সম্প্রতি এ ধরনের ঘটনা বাড়ছে। শীর্ষ তারকাদের এআই-নির্মিত ভুয়া কনটেন্ট প্রকাশ করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। শুধু অভিষেক বা ঐশ্বরিয়া নয়, এর আগে শাহরুখ খান, অমিতাভ বচ্চন ও আলিয়া ভাটের নামও এমন অভিযোগে উঠে এসেছে।
এই মামলার পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে আগামী ১৫ জানুয়ারি। আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের রায় ভারতীয় বিনোদনশিল্পে ‘ব্যক্তিত্ব অধিকার’ বা Right to Publicity রক্ষার ক্ষেত্রে একটি নজির তৈরি করতে পারে।