Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও লাইফ সাপোর্টে শিল্পী ফরিদা পারভীন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭

দেশবরেণ্য লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। বুধবার তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরেই কিডনির জটিলতায় ভুগছেন এই গুণী শিল্পী। কয়েক মাস ধরে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছিল তাকে। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখন চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

বিজ্ঞাপন

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ফরিদা পারভীনের রক্তচাপ নেমে গেছে, সংক্রমণ বেড়েছে এবং কিডনির জটিলতাও গুরুতর আকার ধারণ করেছে। সব মিলিয়ে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এর আগে তার স্বামী, খ্যাতিমান যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানিয়েছিলেন, গত কয়েক মাস ধরে একাধিকবার আইসিইউতে নিতে হয়েছে তাকে। ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছেন তিনি এবং সার্বিক শারীরিক অবস্থা ভালো নয়।

সারাবাংলা/এসজে/এএসজি

শিল্পী ফরিদা পারভীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর