Monday 15 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঙিন শাড়িতে মুগ্ধতা, নতুন লুকে রোজা আহমেদ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৮

বাংলাদেশের শোবিজ দুনিয়ার জনপ্রিয় গ্ল্যামার গার্ল রোজা আহমেদ আবারো আলোচনায়। সবসময় স্টাইল ও ব্যক্তিত্ব দিয়ে ভক্তদের মাতিয়ে রাখা এই তারকা এবার হাজির হলেন ভিন্ন এক রূপে— রঙিন শাড়িতে।

রোজার সামাজিক মাধ্যমে রয়েছে অসংখ্য অনুসারী। তাই তার প্রতিটি পোস্টই ভক্তদের মাঝে সাড়া জাগায়। এর আগেও তাকে দেখা গেছে ওয়েস্টার্ন আউটফিট, টপস, ট্র্যাডিশনাল সালোয়ার কিংবা গাউনে। এমনকি শাড়িতেও একবার ধরা দিয়েছিলেন—তবে সেটা ছিল তার বিয়ের দিন। দীর্ঘ সময় পর আবারও শাড়ি বেছে নিলেন তিনি, তবে এবারের সাজ একেবারেই অন্যরকম।

রোববার রাতে নিজের ভেরিফায়েড প্রোফাইল থেকে শেয়ার করা ছবিগুলোতে রোজাকে দেখা যায় হালকা হলুদাভ শিফন শাড়িতে। শাড়িটির বেস কালার হলুদ, তার ওপর গোলাপি ও শৈল্পিক নকশা এনে দিয়েছে ভিন্ন মাত্রা। এর সঙ্গে মিলিয়ে পরেছেন উজ্জ্বল হলুদ ভি-নেক ব্লাউজ। সাজসজ্জায় রেখেছেন স্নিগ্ধতার ছোঁয়া— স্মোকি আই মেকআপ, ন্যুড লিপস্টিক ও খোলা চুলে তিনি যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছেন।

বিজ্ঞাপন

দুটি ছবির একটিতে রোজাকে দেখা গেছে চুলে হাত রেখে ভাবুক ভঙ্গিতে, অন্যটিতে মিষ্টি হাসিতে। মুহূর্তেই ভক্তদের মন জয় করে নেয় তার এ দুটি লুক। কমেন্ট সেকশনে এক ভক্ত লিখেছেন— ‘সত্যিকারের সৌন্দর্য।’ আরেকজনের মন্তব্য— ‘আপনাকে পরীর মতো লাগছে।’ অনেকেই আবার আলাদাভাবে রঙিন শাড়ির প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

ব্যক্তিগত জীবন নিয়েও রোজা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চলতি বছর জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই তিনি বেশি নজরে আসছেন। শুধু শোবিজ ক্যারিয়ার নয়, শিক্ষাগত অর্জনও তার উজ্জ্বল দিক। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে ডিগ্রি অর্জন করেছেন এবং লাইসেন্সপ্রাপ্ত কসমেটোলজিস্ট হিসেবে কাজও করছেন। এরপর নিউইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেন নিজস্ব প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’, যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হয়েছে।

সবশেষে এটুকুই স্পষ্ট— ফ্যাশন সেন্স, ক্যারিশমা আর ব্যক্তিত্বে রোজা আহমেদ সবসময়ই ভক্তদের হৃদয়ের শীর্ষে থাকেন। তার সাম্প্রতিক রঙিন শাড়ির লুক আরও একবার প্রমাণ করেছে তিনি নিঃসন্দেহে সত্যিকারের স্টাইল আইকন।

সারাবাংলা/এসজে/এএসজি

রোজা আহমেদ

বিজ্ঞাপন

রায়পুরায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪২

আরো

সম্পর্কিত খবর