কিছুদিন আগেও শোনা গিয়েছিল বলিউড ভাইজান সালমান খানের ভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেত্রি হুমা কুরেশি। আর এই কারণেই ছাড়াছাড়ি হয়ে যায় সোহেল খান ও সীমা সচদেবের। সেসময়ে ‘ঘরভাঙানি’ কটাক্ষও শুনতে হয় হুমাকে। কিন্তু কটাক্ষ, সমালোচনার মুখে ‘টুঁ’ শব্দটি করেননি অভিনেত্রী। কিন্তু এখন তা অতিত! এবার চুপিসারেই বলিউডের অভিনয় প্রশিক্ষকের সঙ্গে আংটিবদল করে বাগদান সারলেন হুমা কুরেশি! যদিও অভিনেত্রীর তরফে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি।
বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাক্টিং কোচ রচিত সিংয়ের সঙ্গে সম্প্রতি আংটিবদল করেছেন অভিনেত্রী। আর সেখবর জানিয়েছেন উভয় পক্ষের ঘনিষ্ঠ বন্ধু আকাসা সিং। আকাশা তার ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই রচিত এবং হুমাকে রং মিলান্তি কালো পোশাকে দেখা গেল। ছবির একেবারে উপরে লেখা- ‘তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক’। সেই ছবিতেই মধ্যমণি হুমা কুরেশির হাতের আঙুলে উঁকি দিচ্ছে হিরের আংটি।
তবে কে এই রচিত সিং? জানা গিয়েছে, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল থেকে আনুষ্কা শর্মা, সাইফ আলি খানের মতো তারকাদের অভিনয় প্রশিক্ষণ দিয়েছেন রচিত। রবিনা ট্যান্ডনের ‘কর্মা কলিং’ সিরিজেও অভিনয় করেছেন তিনি। তারকাদের সেই অভিনয় শিক্ষকের সঙ্গেই এবার হুমার বাগদান সারার গুঞ্জনে তোলপাড় বলিউড!