নৃত্যনাট্য ‘বুদ্ধচরিত’
৮ জুলাই ২০১৮ ১৬:১৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রর উদ্যোগে আগামীকাল সোমবার (৯ জুলাই) ‘বুদ্ধচরিত’ শিরোনামে নৃত্যনাট্যের আয়োজন করা হয়েছে। গৌতম বুদ্ধের জীবনী তুলে ধরা হবে সংস্কৃত মহাকাব্যের মাধ্যমে। নৃত্যনাট্য পরিবশেন করবেন ডঃ মহুয়া মুখার্জী।
এক ঘণ্টার অনুষ্ঠানটি জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৬ট ৩০ মিনিটে শুরু হবে। ‘বুদ্ধচরিত’ শিরোনামে অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। কোনরকম টিকিট বা অনুমতিপত্রের প্রয়োজন নেই বলে জানিয়েছে আয়োজকরা।
ডঃ মহুয়া মুখার্জী কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত একই বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ চল্লিশ বছর ধরে তিনি গবেষণা করছেন দুই হাজার বছরের পুরনো বাংলার ক্ল্যাসিকাল গৌড়িয় নৃত্য নিয়ে। একই সঙ্গে জনপ্রিয় করে তুলেছেন নৃত্যের এই মাধ্যমটিকে। গৌড়িয় নৃত্য বিষয়ে যুক্তরাষ্ট্রের ওকলাহামা নরম্যান বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবেও শিক্ষা দিচ্ছেন ডঃ মহুয়া মুখার্জী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্র চেয়ার’ তিনি।
নৃত্য বিষয়ে ১৯টি বই লিখেছেন তিনি। নির্মাণ করেছেন তথ্যচিত্র, যার মধ্যে অন্যতম ‘ড্যান্স অব গড’, ‘গৌড়ীয় নৃত্য- গোল্ডেন গ্লোরি আ ক্লাসিক্যাল ড্যান্স অব বেঙ্গল’।
সারাবাংলা/আরএসও/পিএ