Monday 22 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজার বিশেষ সাজে অপু বিশ্বাস

ফারহানা নীলা
২২ সেপ্টেম্বর ২০২৫ ২২:২০

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সবসময়ই আলোচনায় থাকেন তার গ্ল্যামার, অভিনয় আর ভিন্নধর্মী উপস্থিতির জন্য। পূজার আগমনী মুহূর্তে ভক্তদের চমক দিতে এবার তিনি হাজির হয়েছেন একেবারে পূজা-স্পেশাল লুকে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অপু প্রকাশ করেছেন একগুচ্ছ ছবি, যেখানে ক্যাপশনে লিখেছেন— ‘জীবন জ্যোতিরূপের সুধা ঢালো’ ।

সাজগোজে পূজার আবহ _

অপু বিশ্বাসকে ছবিতে দেখা যায় গাঢ় লাল শাড়িতে, যার গলায় সোনালি জরির কাজ। হাতে রঙিন চুড়ি, আঙুলে আভিজাত্য ছড়ানো আংটি এবং গলায় রুচিশীল নেকলেস তার লুককে করেছে আরও রাজকীয়। মাথায় শঙ্খ-আকৃতির পূজার ঐতিহ্যবাহী মুকুট তাকে দিয়েছে দেবীসুলভ আবেদন। খোলা চুল, হালকা মেকআপ আর নাকে রূপালি নথ মিলিয়ে ছবিগুলোয় যেন পূজার আমেজ ফুটে উঠেছে নিখুঁতভাবে।

বিজ্ঞাপন

ভক্তদের উচ্ছ্বাস _

ছবি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় অপুর এই নতুন ফটোশুট। ভক্তরা কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, ‘দেবীরূপে অপু অপরূপা’। আবার কেউ বলছেন, ‘এই সাজই পূজার আনন্দকে দ্বিগুণ করেছে’।

অপু বিশ্বাসের ক্যারিয়ার ও পূজা উপলক্ষ্যে বিশেষ বার্তা _

দীর্ঘদিন ধরে ঢালিউডে কাজ করে আসা অপু বিশ্বাস অসংখ্য হিট ছবির নায়িকা। একদিকে যেমন তিনি বড়পর্দায় দর্শকদের মুগ্ধ করেছেন, অন্যদিকে বাস্তব জীবনে তিনি সামাজিক কাজ ও ব্যক্তিগত উপস্থিতি দিয়েও অনুরাগীদের পাশে থেকেছেন। পূজা উপলক্ষে এই ফটোশুট যেন ভক্তদের জন্য তার এক বিশেষ উপহার।

শেষকথা _

পূজার উৎসব শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালি সংস্কৃতিরও একটি বড় অংশ। সেই আবহকে আরও উজ্জ্বল করে তুলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। লাল শাড়ি, সোনালি জরির কাজ আর দেবীরূপী সাজে তিনি যেন সত্যিই ভক্তদের হৃদয়ে ঢেলে দিয়েছেন— ‘জীবন জ্যোতিরূপের সুধা’।

সারাবাংলা/এফএন/এএসজি

অপু বিশ্বাস পূজার বিশেষ সাজে অপু বিশ্বাস পূজার সাজ

বিজ্ঞাপন

পূজার বিশেষ সাজে অপু বিশ্বাস
২২ সেপ্টেম্বর ২০২৫ ২২:২০

প্রদর্শিত হলো ‘জাগো হুয়া সাবেরা’
২২ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩৮

সোনার দাম ফের ইতিহাসে সর্বোচ্চ
২২ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৩

আরো

সম্পর্কিত খবর