Thursday 25 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সাইয়ারা’ জুটি আহান-আনীতের গোপন রোমান্সে সরগরম বলিউড

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪১

বলিউডের আকাশে নতুন ঝলক— ‘সাইয়ারা’ সিনেমার ঝকঝকে জুটি আহান পান্ডে আর আনীৎ পাড্ডা! পর্দায় এদের কেমিস্ট্রি দেখে দর্শক তো বলতেই শুরু করেছে— ‘ওরা একে অপরের জন্যই তৈরি!’ কিন্তু জানেন কি? এই কেমিস্ট্রি শুধু সিনেমার জন্য নয়, বাস্তব জীবনেও প্রেমের গল্প লিখছেন তারা!

‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই দেশ-বিদেশে ঝড় তুলেছে। বক্স অফিসে বাজিমাত! ক্রিটিকরা প্রশংসায় ভাসাচ্ছেন। ফ্যানরা আহান-আনীতকে দিয়েছে নতুন ডাক— সোনায় সোহাগা কাপল।

এদিকে সেটের বাইরে আসলেই শুরু অন্য এক গল্প। শুটিংয়ের সময় আহান নাকি খুব খেয়াল রাখতেন আনীতের। কখনো খাবারের দিকে নজর, কখনো রাত জেগে স্ক্রিপ্ট নিয়ে একসাথে আলোচনা— এভাবেই বন্ধুত্ব আস্তে আস্তে বদলে গেছে প্রেমে।
এখন তো অবস্থা এমন—কেউ কাউকে চোখে হারান না! কিন্তু মজার ব্যাপার হলো—এই প্রেমের খবর তারা প্রকাশ্যে আনছেন না।

বিজ্ঞাপন

শোনা যাচ্ছে, প্রযোজক আদিত্য চোপড়া নিজে নাকি বলেছেন— প্রেমের খবর এখন লুকিয়ে রাখাই ভালো। কারণ? দু’জনের তারকাখ্যাতি এখন টপ গিয়ারে। যদি ‘কাপল ট্যাগ’ লাগে, তবে ক্যারিয়ারের শুরুতে দর্শকরা হয়তো বিভক্ত হয়ে যেতে পারে। তাই আপাতত গোপন প্রেমেই মজা নিচ্ছেন আহান-আনীত।

এদিকে আনীৎ পাড্ডা থেমে নেই। তিনি যোগ দিচ্ছেন দিনেশ ভিজানের জনপ্রিয় হরর-কমেডি ফ্র্যাঞ্চাইজিতে! সিনেমার নাম— ‘শক্তি শালিনী’। ইতিমধ্যেই লুক টেস্ট শেষ। শুটিং শুরু হবে এই বছরের শেষ দিকে। শোনা যাচ্ছে, ‘মুঞ্জা’-খ্যাত পরিচালক আদিত্য সারপোতদারই হয়তো ক্যামেরার পেছনে থাকবেন।

আসলে দর্শকদের চোখে এরা এখন শুধু রূপালি পর্দার নায়ক-নায়িকা নয়, বরং এক রূপকথার প্রেমকাহিনির নায়ক-নায়িকা। সময়ই বলবে, এই গোপন প্রেম কবে আলোর মুখ দেখে, তবে আপাতত আহান-আনীত জুটি বলিউডে ট্রেন্ডিং সেনসেশন!

সারাবাংলা/এসজে/এএসজি

আহান-আনীত রোমান্স সাইয়ারা

বিজ্ঞাপন

‘ইউনূস সাহেব বৈষম্য সৃষ্টি করেছেন’
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর