পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো পা রাখলেন ঢাকায়। তার আগমনে ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে সফরে এসে তিনি অংশ নিলেন কয়েকটি আয়োজনে, যেখানে তাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেন উৎসবে রূপ নিয়েছিল।
ঢাকায় অনুষ্ঠিত এক জমকালো আয়োজনে তিনি বাংলায় গাওয়া গানের সঙ্গে নাচ করে দর্শকদের চমকে দেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যা ভক্তদের কাছ থেকে অসংখ্য প্রশংসা কুড়িয়েছে।
ঢাকা সফরের শেষে দেশে ফেরার সময় হানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দেন। তিনি লিখেন, ‘আসসালাম ও আলাইকুম, পাকিস্তানে ফিরে যাওয়ার সময় এসেছে। বাংলাদেশের ভক্ত এবং জনগণকে বিদায় জানানো খুব কঠিন, যারা আমাকে সত্যিই ভালোবাসে এবং সমর্থন করে।’

ঢাকা সফরের শেষে দেশে ফেরার সময় হানিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দেন
খাবার ও মানুষের প্রশংসা করতেও ভোলেননি এই তারকা। তার ভাষায়, ‘তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। খাবার অসাধারণ ছিল, মানুষগুলো অসাধারণ। অনেক ধন্যবাদ।’
ঢাকায় কয়েক দিনের সফরেই হানিয়া আমির বুঝে গেছেন, এই শহর শুধু আতিথেয়তার জন্য নয়, মানুষ আর সংস্কৃতির উষ্ণতায়ও আপন করে নেয় অতিথিদের। আর খাবারের গল্প? ভক্তদের মতোই অভিনেত্রীও মুগ্ধ বাংলাদেশের বৈচিত্র্যময় খাবারে।
এই সফরের অভিজ্ঞতা হয়তো হানিয়ার হৃদয়ে জায়গা করে নেবে দীর্ঘদিনের জন্য। আর বাংলাদেশের ভক্তরা অপেক্ষায় থাকবেন, কবে আবার তাদের প্রিয় তারকা ফিরে আসবেন এই শহরে।