সঙ্গীতের জগতে এক একটি গান কখনো শিল্পীর পুরো ক্যারিয়ারই পাল্টে দেয়। ব্ল্যাকপিঙ্কের সদস্য রোজের ক্ষেত্রেও ‘আপাতে’ গানটি যেন এমনই এক বাঁকবদলের গল্প। দক্ষিণ কোরিয়ান এই শিল্পীর কণ্ঠ আর ব্রুনো মার্সের ঝলকানি একসঙ্গে মিশে তৈরি করেছে এক বৈশ্বিক সংগীত জোয়ার।
মাত্র ৩৩৪ দিনে ইউটিউবে দুই বিলিয়ন ভিউ— এ যেন এক রেকর্ডের ওপর আরেক রেকর্ড! এর আগে দ্রুত সময়ে এত ভিউ পাওয়া গানের তালিকায় ছিল লুইস ফসনির ডেসপাসিতো, এড শিরানের শেপ অব ইউ বা মারুন ফাইভের গার্লস লাইক ইউ। তাদের পাশে জায়গা করে নিয়ে রোজে প্রমাণ করেছেন, কেপপের সীমা শুধু এশিয়া নয়— এটি এখন পুরো বিশ্বের।
‘আপাতে’ শব্দটির মজার গল্পও আছে। কোরিয়ান ভাষায় এর মানে ‘অ্যাপার্টমেন্ট’, আর স্থানীয় তরুণদের মধ্যে এটি একটি মদ্যপান খেলা হিসেবেও পরিচিত। ব্ল্যাকপিঙ্কের সঙ্গীদের সঙ্গে প্রথমবার মদ্যপানের অভিজ্ঞতায় রোজের মনে গেঁথে গিয়েছিল এই খেলার ছন্দ। সেই অভিজ্ঞতাই পরে রূপ নেয় গানে। শিল্পীর জীবনের ব্যক্তিগত স্মৃতি থেকে উঠে আসা সুর তাই শ্রোতার মনে ধরেছে আরও গভীরভাবে।
গানের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন ব্রুনো মার্সও। সিওলের এক কনসার্টে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে রোজে কোলাবোরেশনের প্রস্তাব দিয়েছিলেন। ‘আপাতে’ তার মন জয় করেছিল সবচেয়ে বেশি। এরপর শুরু হয় এক নতুন অধ্যায়, যার শেষ ফলাফল আজকে আমরা দেখছি রেকর্ড ভিউ আর বিলবোর্ড চার্টের শীর্ষস্থানে।
শুধু ইউটিউব নয়, বিলবোর্ড গ্লোবাল লিস্টে (যুক্তরাষ্ট্র বাদে) টানা ১২ সপ্তাহ ধরে এক নম্বরে ছিল গানটি। এর আগে কোনো কোরিয়ান গান এত দীর্ঘসময় চার্টের শীর্ষে থাকতে পারেনি। মারিয়া ক্যারি আর মাইলি সাইরাসের রেকর্ডের পরই জায়গা করে নিয়েছে ‘আপাতে’।
সব মিলিয়ে বলা যায়, ‘আপাতে’ শুধু একটি গান নয়—এটি রোজের নতুন পরিচয়। একজন কেপপ তারকা থেকে এখন তিনি বৈশ্বিক পপ আইকন। তার গাওয়া এই গান হয়তো আগামী দিনগুলোতে হয়ে উঠবে সঙ্গীতপ্রেমীদের কাছে এক নতুন প্রজন্মের অ্যান্থেম।