Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টম ক্রুজের সঙ্গে আমিশার একটা রাত!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৩

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল আবারও আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোটবেলা থেকেই হলিউড সুপারস্টার টম ক্রুজের ভক্ত তিনি। সুযোগ পেলে তার সঙ্গে এক রাত কাটাতে আপত্তি নেই বলেও খোলাখুলি জানালেন ৫০ বছর বয়সী এ অভিনেত্রী।

আমিশা বলেন, ‘আমি স্কুলজীবন থেকেই টম ক্রুজকে পছন্দ করি। আমার ঘরে তার পোস্টার ছিল, এমনকি পেন্সিল বাক্সেও তার ছবি রাখতাম। টমের জন্য যা বলবেন তাই করব। যদি এক রাত তার সঙ্গ পাই, তাতেও আমার কোনো আপত্তি নেই।’

এখনও অবিবাহিত আমিশা জানান, জীবনে বহু প্রেমপ্রস্তাব পেলেও বিয়ের শর্ত হিসেবে কাজ ছাড়তে হবে— এমন শর্ত তিনি কখনো মেনে নেননি। তার ভাষায়, ‘যারা সত্যিই ভালোবাসবে, তারা কাজেও উৎসাহ দেবে।’

বিজ্ঞাপন

২০০০ সালে কাহো না পেয়ার হ্যায় ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে আমিশার। দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে তিনি বড় পর্দায় ফিরে আসেন গাদার টু ছবির মাধ্যমে।

সারাবাংলা/এফএন/এএসজি

আমিশা প্যাটেল টম ক্রুজ

বিজ্ঞাপন

টম ক্রুজের সঙ্গে আমিশার একটা রাত!
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৩

আরো

সম্পর্কিত খবর