এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পেয়েছে নেটফ্লিক্সের প্রথম ভারতীয় অরজিনাল সিরিজ ‘স্যাকরেড গেমস’। সিরিজটিতে সাইফ আলী খান ও নওয়াজউদ্দীন সিদ্দিকীর চোর-পুলিশ খেলা ভালই উপভোগ করছে দর্শকেরা। বিশেষ করে ‘গনেশ গাইতোন্ডে’ চরিত্রে নওয়াজ তুমুল সারা ফেলেছেন।
‘স্যাকরেড গেমস’-এর জনপ্রিয়তায় ভাটা পড়ার আগেই নতুন সিরিজ মুক্তির ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স। অন্তর্জালিক এই সিনেমা প্রদর্শক প্রতিষ্ঠানটি আগস্ট মাসের ২৪ তারিখ থেকে দেখাবে ভৌতিক সিরিজ ‘ঘৌল’। ছবিটি পরিচালনা করেছেন প্যাট্রিক গ্রাহাম। অভিনয় করেছেন রাধিকা আপ্তে ও মানব কৌল। সিরিজটি প্রযোজনা করছে ফ্যান্টম ফিল্মস, ইভানহোয়ে ও ব্লুমহাউজ।
নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে ‘ঘৌল’ কিছুটা ভিন্ন ধাঁচের হরর ফিল্ম। সিরিজটির গল্প এগুবে একজন কয়েদিকে কেন্দ্র করে। জিজ্ঞাসাবাদ করতে তাকে নিয়ে যাওয়া হয় প্রত্যন্ত অঞ্চলের একটি আর্মি ক্যাম্পে। সেখানেই সে প্রকাশ করে স্পর্শকাতর ও লজ্জাজনক এক সত্য। গল্পের শুরুও হবে সেই সত্যের সূত্র ধরেই।
ভারতে নির্মিত নেটফ্লিক্সের দ্বিতীয় অরজিনাল সিরিজ ‘ঘৌল’। প্রথম সিরিজটি ছিলো ‘স্যাকরেড গেমস’। দুটি সিরিজই যুগ্মভাবে প্রযোজনা করেছে ফ্যান্টম ফিল্মস। প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বিক্রমাদিত্যা মোতওয়ানে জানিয়েছেন, ‘ঘৌল’ সিরিজটি ভারতীয় হরর সিনেমায় বেশ গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে যাচ্ছে। খুব সম্ভবত ভারতীয় সিনেমায় ভৌতিক গল্পের ধারা বদলে দেবে এই সিরিজ।
‘ঘৌল’ সিরিজের সহ-প্রযোজক হিসেবে থাকছে ব্লুমহাউজ’ও। প্রতিষ্ঠানটি এর আগে হলিউড থেকে ‘দ্য পার্জ’, ‘ইনসিডিয়াস’, ‘প্যারানরমাল একটিভিটি’-এর মতো সিনেমা মুক্তি দিয়েছে। হলিউডের বাইরে এটিই হতে যাচ্ছে ব্লুমহাউজের প্রথম কোন নির্মাণ।
সারাবাংলা/টিএস/পিএম