বিনোদন জগতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দু চিত্রনায়িকা পরীমনি! এক সময়ের আলোচিত প্রেম, তারপর হঠাৎ ভাঙন— এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরীমনি নিজেই!
তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জনটা খুব পুরোনো নয়। এ বছরের শুরুতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছিল আদালতে। শেখ সাদী ছিলেন পরীমনির জামিনদার— আর তখন থেকেই শুরু হয় নতুন প্রেমের কানাঘুষা।
একসঙ্গে ঘোরাঘুরি, রোমান্টিক ফেসবুক পোস্ট— সব মিলিয়ে তাদের সম্পর্কের গুঞ্জনে আগুন লেগেছিল। কিন্তু, সেই সম্পর্ক নাকি বেশিদিন টেকেনি! এপ্রিলের পরই খবর আসে— পরীমনি আর সাদীর সম্পর্ক নাকি চুকেবুকে গেছে।
মিডিয়া তখন সরগরম— ‘প্রেম ভাঙল পরীমনি-সাদীর!’ তবে গুজব সত্যি কি না, সেটা কেউই সরাসরি বলেননি। অবশেষে বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে সেই রহস্যের জবাব দিলেন পরীমনি।
হাসতে হাসতে বললেন— ‘শেখ সাদী আমার ছোট ভাই! ও আমার ছোট ভাইয়ের মতো।’ তবে মজার বিষয় হলো, এর আগেও শেখ সাদীকে নিয়ে কথা বলতে গিয়ে পরীমনি বেশ আবেগঘন হয়েছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন— ‘বিপদের সময় যে পাশে থাকে, সে জীবনের জন্য আশীর্বাদ।’ অন্যদিকে শেখ সাদীও বলেছিলেন— ‘পরীমনি একজন ইতিবাচক মানুষ। আমি তার মঙ্গল কামনা করি সবসময়।’
তবে প্রেম নাকি ভাইবোনের মতো সম্পর্ক— সেটা দর্শকই এখন বিচার করবে।
কারণ, পরীমনির প্রেমের খবরে নেটিজেনরা এখনো তর্কে বিভক্ত! এর আগেও চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে প্রেম ও বিয়ের গল্পে দেশজুড়ে তোলপাড় হয়েছিল। ‘গুণিন’ সিনেমার সেটে শুরু হওয়া সেই প্রেম, পরে সংসার, সন্তান— আর এখন কেবল স্মৃতি।
এমনকি নায়ক সিয়াম আহমেদের সঙ্গেও একসময় ছড়িয়েছিল প্রেমের গুঞ্জন। কিন্তু পরীমনি সবসময়ই সেইসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন নিজের মতো করে।
বহু সম্পর্ক, বহু গল্প— তবু পরীমনি যেন রঙিন জীবনের প্রতিটি অধ্যায়কে নিজের মতো করে বাঁচতে জানেন। প্রেম হোক, বিতর্ক হোক— তিনি সবসময় শিরোনামে, সবসময় আলোচনায়।