Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর সঙ্গে দুই সিনেমায় শাকিব খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ অক্টোবর ২০২৫ ১৫:৪৮

বাংলা চলচ্চিত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হলো সোমবার (৬ অক্টোবর)। দীর্ঘদিন পর বড় পরিসরে বিনিয়োগে ফিরছে দেশের অন্যতম সফল প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, আর তাদের সঙ্গী হয়েছেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান।

‘মনপুরা’, ‘বিশ্বসুন্দরী’, ‘হাওয়া’— এসব নান্দনিক ও ব্যবসাসফল সিনেমার প্রযোজক প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের কাছে নিজেদের আলাদা অবস্থান তৈরি করেছে। তাদের প্রযোজিত প্রতিটি সিনেমাই পেয়েছে রাষ্ট্রীয় সম্মাননা ও আন্তর্জাতিক স্বীকৃতি। সেই ধারাবাহিকতায় এবার তারা হাত ধরেছে বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নায়ক শাকিব খানের।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী, শাকিব খান প্রতিষ্ঠানটির দুইটি বড় বাজেটের সিনেমায় কাজ করবেন। এর মধ্যে প্রথম সিনেমা ‘সোলজার’-এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ।

দেশপ্রেমকে উপজীব্য করে নির্মিত এই সিনেমা হবে একটি আধুনিক, আবেগঘন ও ভিজ্যুয়ালি শক্তিশালী গল্প, যেখানে শাকিব খানকে দেখা যাবে এক ভিন্ন রূপে। জানা গেছে, ‘সোলজার’-এর শুটিং হবে ঢাকার বাইরে, দেশের বেশ কিছু মনোরম লোকেশনে, এবং থাকবে বিশাল সেট ও আন্তর্জাতিক মানের টেকনিক্যাল টিম।

চুক্তি স্বাক্ষরের পর অনুভূতি জানিয়ে মেগাস্টার শাকিব খান বলেন, ‘দেশের বাইরে দেখি, শীর্ষস্থানীয় উদ্যোক্তারা মূলধারার সিনেমায় বিনিয়োগ করে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিয়ে যায়। শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স আমাদের দেশের ইন্ডাস্ট্রির জন্য আশীর্বাদস্বরূপ। আশা করি, এই উদ্যোগ আমাদের চলচ্চিত্রে নতুন প্রাণ সঞ্চার করবে।’

অপরদিকে, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, ‘শাকিব খান এমন এক নাম, যিনি দীর্ঘ ২৬ বছর ধরে বাংলা চলচ্চিত্রে নিজের সময়, পরিশ্রম ও মেধা দিয়ে একটানা অবদান রেখে চলেছেন। তার প্রতি শ্রদ্ধা ও শুভকামনা। আমি বিশ্বাস করি, আমাদের এই যৌথ উদ্যোগ চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।’

প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য সবচেয়ে বড় খবর— ‘সোলজার’ শুধু একটি সিনেমা নয়, বরং এটি হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্রের নতুন ধাঁচের সূচনা। গল্প, সংলাপ, সংগীত, চিত্রায়ন— সব দিক থেকেই এটি হতে যাচ্ছে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

শাকিব খান ও সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্সের দ্বিতীয় সিনেমার নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই ঘোষণা করা হবে। চলচ্চিত্রপ্রেমীরা এখন অপেক্ষায়— কেমন হতে যাচ্ছে এই নতুন যাত্রা, যেখানে একসাথে যুক্ত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ও দেশের অন্যতম সেরা প্রযোজনা প্রতিষ্ঠান।

সারাবাংলা/এসজে/এএসজি

শাকিব খান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স