ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া এবার পড়েছেন বিব্রতকর এক প্রতারণার ফাঁদে। তার নাম-ছবি ব্যবহার করে ভুয়া প্রোফাইল খুলে মানুষকে প্রতারণা করা হচ্ছে— এমন অভিযোগ জানিয়ে ভক্তদের সাবধান করলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী।
তারকাদের জীবনে ঝলমলে আলো যেমন থাকে, তেমনি মাঝে মাঝেই ছায়া হয়ে আসে অপ্রত্যাশিত কিছু ঘটনা। এবার সেই ছায়া এসে পড়েছে নুসরাত ফারিয়ার জীবনে। সোমবার দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক সতর্কবার্তা দিয়ে তিনি জানান, কেউ তার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে!
পোস্টে ফারিয়া লিখেছেন, ‘কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটা সম্পূর্ণ প্রতারণা। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই।’
একই সঙ্গে তিনি ভক্তদের অনুরোধ করেছেন যেন তারা এমন প্রোফাইলের পোস্টে প্রতিক্রিয়া না দেন, কোনোভাবেই টাকা না পাঠান এবং দ্রুত সেই ভুয়া অ্যাকাউন্টটি রিপোর্ট করেন।
বর্তমানে ফারিয়া ব্যস্ত সময় পার করছেন সিনেমা, মিউজিক ভিডিও এবং আন্তর্জাতিক প্রজেক্টে কাজ নিয়ে। কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে কিছুটা মনঃক্ষুণ্ন তিনি। পোস্টে তাই সতর্কতা জানিয়ে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় সবাই সচেতন থাকুন, প্রতারকদের ফাঁদে পা দেবেন না।’
এমন ভুয়া প্রোফাইল বা প্রতারণার অভিযোগ নতুন নয়। প্রায়ই দেখা যায়, জনপ্রিয় তারকাদের নামে নানা প্ল্যাটফর্মে একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়, যার মাধ্যমে চালানো হয় বিভ্রান্তি কিংবা আর্থিক প্রতারণা। ফারিয়ার মতো সচেতন পদক্ষেপ তাই অনেকের জন্য হতে পারে চোখ খুলে দেওয়া একটি উদ্যোগ।
ভক্তদের অনেকে মন্তব্য করেছেন, ‘ফারিয়ার মতো তারকারা যদি এমন প্রতারণার শিকার হন, তাহলে সাধারণ মানুষ তো আরও ঝুঁকিতে!’— কেউ আবার লিখেছেন, ‘ধন্যবাদ, আমাদের সতর্ক করার জন্য।’