Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সোলজার’: দুর্নীতি আর সিন্ডিকেটের বিরুদ্ধে শাকিবের নতুন লড়াই

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ অক্টোবর ২০২৫ ১৫:০৩

বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান আবারও ফিরছেন এক নতুন চরিত্রে—এইবার তিনি শুধু পর্দার নায়ক নন, হয়ে উঠছেন একজন প্রতীক, একজন ‘সোলজার’— যিনি লড়ছেন দুর্নীতি, সিন্ডিকেট আর অন্যায়ের বিরুদ্ধে।

‘সোলজার’—সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এবং সাকিব ফাহাদ পরিচালিত এই ছবির শুটিং শুরু হয়েছে গত ৫ অক্টোবর থেকে। সোমবার মুক্তি পেয়েছে সিনেমাটির ফার্স্ট লুক, আর তাতেই উত্তেজনায় সরগরম চলচ্চিত্রপ্রেমীরা। মাত্র ৩৪ সেকেন্ডের ভিডিও, কিন্তু তাতে ধরা পড়েছে এক অচেনা শাকিব—এলোমেলো চুল, মুখে-গালে আঘাতের চিহ্ন, রক্তাক্ত চোখে তীব্র দৃষ্টি, আর তার কণ্ঠে উচ্চারিত সংলাপ: ‘তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি?’

বিজ্ঞাপন

এই একটি সংলাপেই যেন ধরা পড়ে গেছে পুরো সিনেমার আত্মা—দেশপ্রেম, প্রতিরোধ আর ন্যায়ের লড়াইয়ের গল্প।

নতুন প্রজন্মের ‘সোলজার’

পরিচালক সাকিব ফাহাদের ভাষায়, ‘সোলজার’ শুধু একজন মানুষের গল্প নয়, এটি এক প্রজন্মের প্রতীক—যে প্রজন্ম অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, ন্যায়ের দাবিতে রাস্তায় নামে, এবং দেশের প্রতি ভালোবাসা থেকে পরিবর্তন চায়।’।

তিনি আরও বলেন, “আমরা সবাই কোনো না কোনোভাবে নিজের অবস্থান থেকে লড়ছি। কেউ পরিবারে, কেউ সমাজে, কেউ রাষ্ট্রে। ‘সোলজার’ সেই লড়াইয়ের গল্প— যা আমাদের সবার মধ্যে একটু হলেও জেগে ওঠে।”

সিনেমাটি বাস্তব ঘটনার প্রেরণায় নির্মিত, তবে এতে আছে আশা, পুনর্জাগরণ আর এক নতুন বাংলাদেশের ইঙ্গিত। নির্মাতার ভাষায়, “আমরা জাতি হিসেবে যত কষ্টই পাই না কেন, আশাবাদ আমাদের ছাড়ে না। ‘সোলজার’ সেই আশার গল্পও বলবে।”

রহস্যে ঘেরা নায়িকা, আলোচনায় তানজিন তিশা

সিনেমায় শাকিব খানের বিপরীতে কে থাকছেন তা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। গুঞ্জন চলছে—নায়িকা হতে পারেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে প্রযোজনা সংস্থা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

যদি গুজব সত্যি হয়, তাহলে এটি হবে তিশা ও শাকিবের প্রথম জুটি—যা নিজেই একটি বড় আকর্ষণ হয়ে দাঁড়াবে।

প্রথম ঝলকেই আলোচনায়

সিনেমার ফার্স্ট লুক মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। অনেকেই লিখছেন, ‘এই রকম চরিত্রেই আমরা শাকিবকে দেখতে চাই’, কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ‘দুর্নীতি-সিন্ডিকেটের বিরুদ্ধে সিনেমা হলে গিয়ে দাঁড়াতে চাই আমরা।’

দেশপ্রেমভিত্তিক গল্পে শাকিব খানের শেষ কাজ ছিল ‘নায়ক: দ্য রিয়েল হিরো’, আর ‘সোলজার’ সেই ধারাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে— এক নতুন ধারার সামাজিক থ্রিলার হিসেবে।

‘সোলজার’ কেন আলাদা

বাংলা সিনেমায় অ্যাকশন ও দেশপ্রেম নিয়ে বহু কাজ হয়েছে, কিন্তু ‘সোলজার’-এর টিম দাবি করছে—তাদের গল্প বাস্তবতার কাছাকাছি, যেখানে নায়ক শুধু লড়াই করে না, ভাবতে শেখায়।

শাকিব খান নিজেও নাকি সিনেমাটির গল্প শুনেই রাজি হয়েছেন, কারণ এখানে তিনি শুধু তারকা নয়, এক সামাজিক বার্তার বাহক।

এ যেন এক নতুন শাকিব খান—যিনি শুধুই বাণিজ্যিক নায়ক নন, বরং সময়ের কণ্ঠস্বর হয়ে উঠতে চান।

সারাবাংলা/এফএন/এএসজি

শাকিব খান সোলজার

বিজ্ঞাপন

সন্তান ভুল করলে কী করবেন?
৮ অক্টোবর ২০২৫ ১৬:৫৬

আরো

সম্পর্কিত খবর