Wednesday 08 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক মঞ্চে বাংলার জেমস ও পাকিস্তানের আলী আজমত

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ অক্টোবর ২০২৫ ১৫:২১

রক সংগীতপ্রেমীদের জন্য এ যেন এক অবিশ্বাস্য উৎসবের খবর! আগামী ১৪ নভেম্বর ঢাকায় একই মঞ্চে উঠছেন দুই দেশের রক আইকন — বাংলাদেশের নগর বাউল জেমস ও পাকিস্তানের কিংবদন্তি ব্যান্ড জুনুন-এর প্রধান কণ্ঠশিল্পী আলী আজমত। দুই প্রতিবেশী দেশের দুই কিংবদন্তির কণ্ঠে এক সন্ধ্যায় ভাসবে রক, ব্লুজ আর আবেগের ঢেউ।

কনসার্টটির আয়োজন করছে অ্যাসেন বাজ, যার আয়োজকরা জানিয়েছেন— রাজধানীর কুর্মিটোলা ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত আয়োজনটি।

‘নগর বাউল জেমস এবং আলী আজমত দুজনই সিনিয়র আর্টিস্ট। তাঁরা নিশ্চিত হয়েছেন, পরবর্তীতে হয়তো আরও কয়েকজন পারফর্মার যুক্ত হতে পারেন,’ জানালেন আয়োজক সাজ্জাদ আহমেদ। তিনি আরও যোগ করেন, ‘ব্যান্ড জুনুন আসছে না, আলী আজমত পারফর্ম করবেন একক শিল্পী হিসেবে— তার নিজের সিগনেচার ভয়েসে।’

বিজ্ঞাপন

আলী আজমত, যার কণ্ঠে ‘সায়োঁ’ বা ‘জুনুন সে’ এর মতো গান আজও কোটি ভক্তের হৃদয়ে বাজে, তিনিই প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন লাইভ পারফর্ম করতে। অন্যদিকে, নগর বাউল জেমস বাংলাদেশের রক ইতিহাসের প্রতীক; তার ‘গুরু গোবিন্দ’, ‘মা’, ‘দুখিনী দুঃখ করিস না’ কিংবা ‘তুমি আছো হৃদয়ে’ — প্রতিটি গান প্রজন্মের পর প্রজন্মকে ছুঁয়ে গেছে।

এই দুই শিল্পীর সুর একসঙ্গে মিশে গেলে, সেটা নিঃসন্দেহে হবে এক সঙ্গীত ইতিহাসের মুহূর্ত — দক্ষিণ এশিয়ার রক সংস্কৃতির এক সেতুবন্ধন।

টিকিট বিক্রি শুরু: সুযোগ তিন ক্যাটাগরিতে _

‘আলী আজমত ভয়েস অব জুনুন অ্যান্ড নগর বাউল জেমস লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টের টিকিট ইতিমধ্যেই বিক্রি শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম Get Set Rock-এ। দর্শকদের জন্য গেট খোলা হবে বিকেল ৫টা, কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়, এবং প্রবেশ করা যাবে রাত ৮টা পর্যন্ত।

রকপ্রেমীদের মুখে মুখে এখন এক কথাই — ‘এটা মিস করা যাবে না!’ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। অনেকেই বলছেন, ‘জেমস আর আলী আজমত — দুই রক লিজেন্ড একসঙ্গে মানেই সাউন্ডের উৎসব, এনার্জির বিস্ফোরণ।’

বিশ্লেষকরা বলছেন, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং বাংলাদেশ-পাকিস্তান সঙ্গীত সংস্কৃতির এক ঐতিহাসিক মিলনমেলা।

সারাবাংলা/এফএন/এএসজি

আলী আজমত জেমস

বিজ্ঞাপন

সন্তান ভুল করলে কী করবেন?
৮ অক্টোবর ২০২৫ ১৬:৫৬

আরো

সম্পর্কিত খবর