ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ পূজা চেরী আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনায়। সম্প্রতি নিজের ফেসবুক পেজে তিনি শেয়ার করেছেন রাজকীয় এক ব্রাইডাল ফটোশুটের ভিডিও ও ছবি, যেখানে লাল-গাঢ় ম্যারুন লেহেঙ্গা, ঝলমলে গয়না আর মায়াময় চোখে তিনি যেন এক রাজকন্যা। ক্যাপশনে লিখেছেন— ‘Royal vibes, bridal eyes ❤️❤️’।
পোশাকটি ডিজাইন করেছে Anzara, স্টাইলিং করেছেন Mahfuz Quadrey, মেকওভার করেছেন Masud Khan Beauty Zone – Mymensingh, গয়না দিয়েছে Elor, আর ভিডিওগ্রাফি করেছেন Syed Shahewar Hussain & Team।
পুরো শুটজুড়ে পূজার উপস্থিতি ছিল অনবদ্য— কখনো নরম আলোয় চোখের চাহনিতে, কখনো পর্দার আড়ালে হালকা হাসিতে তিনি যেন এক অনির্বচনীয় সৌন্দর্যের প্রতীক হয়ে উঠেছেন।
শুধু ক্যামেরার ফ্রেমেই নয়, সাম্প্রতিক দুর্গাপূজার দশমীতেও পূজা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঢাকার বনানী পূজা মণ্ডপে এবারের দশমী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেদিন কথা হয় সারাবাংলা. নেটের সঙ্গে…
বেশ হাসিখুশি মেজাজে ছিলেন তিনি, তবে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নে ছিলেন খানিকটা সংযত। যখন তাকে জিজ্ঞেস করা হয়, ‘বিয়ে নিয়ে কী ভাবছেন?’ — তখন পূজা খানিকটা লাজুক ভঙ্গিতে উত্তর দেন, ‘দেখি কী হয়!’
তার এই সংক্ষিপ্ত, কিন্তু অর্থবহ উত্তরটি সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। কেউ বলছেন, হয়তো জীবনের নতুন অধ্যায় ভাবছেন অভিনেত্রী; আবার কেউ বলছেন, তিনি এখনো পুরোপুরি কাজেই মনোযোগী।

সাম্প্রতিক দুর্গাপূজার দশমীতেও পূজা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে
পূজা চেরী বরাবরই পরিচিত তার সরল সৌন্দর্য, নরম গলার হাসি আর সংযত উপস্থিতির জন্য। অভিনয় জীবনের শুরু থেকেই তিনি রোমান্টিক চরিত্রে যেমন সফল, তেমনি অফস্ক্রিনেও তার ব্যক্তিত্বে ফুটে ওঠে এক শান্ত আত্মবিশ্বাস।
সম্প্রতি ‘Royal vibes, bridal eyes’ পোস্টের পর অনেকে মন্তব্য করেছেন, পূজা যেন ধীরে ধীরে আরও পরিণত, আরও দীপ্ত হয়ে উঠছেন— অভিনয়ে যেমন, ব্যক্তিত্বেও তেমন।
তার ভক্তরা লিখেছেন, ‘তুমি যেন সত্যিই রাজকন্যা!’ ‘এই সাজে পূজাকে বিয়ের কনে মনে হচ্ছে!’ পোস্টটিতে ইতিমধ্যেই কয়েক হাজার লাইক ও শতাধিক মন্তব্য জমেছে।
বিয়ের প্রসঙ্গে লাজুক সেই উত্তর— ‘দেখি কী হয়!’ — হয়তো ছিল এক নিঃশব্দ ইঙ্গিত, হয়তো শুধু এক মুহূর্তের হাসি। তবে এটুকু নিশ্চিত, পূজা চেরী এখনো কাজ ও ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার হাতে আছে নতুন কয়েকটি চলচ্চিত্র ও বিজ্ঞাপন প্রজেক্ট।
ভক্তদের প্রত্যাশা, আগামী দিনে তিনি যেমন অভিনয়ে নতুন উচ্চতা স্পর্শ করবেন, তেমনি জীবনের পরের অধ্যায়েও থাকবেন ঠিক এই রাজকীয় ঔজ্জ্বল্য আর লাজুক হাসির আবরণে।