জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু ঘিরে দেশজুড়ে চলছে তীব্র আলোড়ন। তার অকাল প্রয়াণ ভক্তদের মনে রেখে গেছে একটাই প্রশ্ন—এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র?
সেই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব এখন বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) হাতে। ইতিমধ্যে এই তদন্তে এসেছে নতুন মোড়। বুধবার এসআইটির দপ্তরে হাজির হন সংগীত পরিচালক ও জুবিনের দীর্ঘদিনের সহকর্মী মানস রবিন। তিনি তদন্তকারীদের হাতে তুলে দেন ‘গুরুত্বপূর্ণ কিছু প্রামাণ্য তথ্য’, যা তদন্তে বড় অগ্রগতি আনবে বলে মনে করা হচ্ছে।
মানস রবিন বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে আমি এই তথ্যগুলো সংগ্রহ করেছি। আমার বিশ্বাস, এগুলো এসআইটিকে সঠিক পথে এগোতে সাহায্য করবে। আমরা সবাই চাই জুবিনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটিত হোক।’ তবে তদন্তের স্বার্থে তিনি আপাতত বিস্তারিত কিছু জানাননি।
এই নতুন তথ্যের সূত্র ধরে তদন্তে এক ‘শক্তিশালী মোড়’ এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এর আগে জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় পুলিশ তার এক ভাইকেও গ্রেপ্তার করেছে, যা পুরো সংগীতাঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করে।
জুবিনের হঠাৎ চলে যাওয়া শুধু সংগীত জগত নয়, গোটা উত্তর-পূর্ব ভারতের মানুষকেও নাড়িয়ে দিয়েছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও তার গান, ছবি ও স্মৃতি শেয়ার করে শোক প্রকাশ করছেন।
মানস রবিনের ভাষায়, ‘জুবিন আমাদের সবার প্রিয় শিল্পী। তার মৃত্যু যেন অন্ধকারে না হারিয়ে যায়—এই প্রয়াসেই আমি এসআইটির কাছে গিয়েছি।’
এখন অপেক্ষা—তদন্তের ফলাফলের। খুব শিগগিরই হয়তো জানা যাবে, জুবিন গার্গের মৃত্যু সত্যিই একটি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল এক নির্মম খুনের গল্প।